এই সুড়ঙ্গেরই হদিশ মিলেছে জম্মুতে। ছবি: বিএসএফ-এর টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।
জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন এক সেনা। নিহত হয়েছে তিন জঙ্গিও। অন্য দিকে জম্মুর সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ২০ ফুট লম্বা সুড়ঙ্গের সন্ধান পেয়েছে বিএসএফ। পাকিস্তানি জঙ্গি ও মাদক পাচারকারীদের ঢোকার জন্যই ওই সুড়ঙ্গ খোঁড়া হয়েছিল বলে দাবি বিএসএফের।
সেনা জানিয়েছে, গত কাল রাতে গোপন সূত্রে জঙ্গি গতিবিধির খবর পেয়ে পুলওয়ামার জ়াদুরা এলাকায় অভিযানে নামে যৌথ বাহিনী। জওয়ানদের দেখে জঙ্গিরা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। তাতে এক সেনা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিন জঙ্গিও নিহত হয়েছে। তাদের এখনও শনাক্ত করা যায়নি। ওই এলাকায় এখনও অভিযান চলছে।
অন্য দিকে এ দিনই সাম্বা সেক্টরের বসন্তর এলাকায় সীমান্তের কাছে একটি ২০ ফুট লম্বা ও তিন-চার ফুট চওড়া একটি সুড়ঙ্গের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে বিএসএফ। তারা জানিয়েছে, বৃষ্টির সময়ে ওই এলাকায় কয়েকটি জায়গায় মাটি বসে যাওয়ায় বাহিনীর সন্দেহ হয়। ফলে মাটি খোঁড়ার মেশিন এনে ওই এলাকায় মাটি খোঁড়া হয়। তখনই এক কৃষকের জমির মধ্যে সুড়ঙ্গের মুখ দেখা যায়। সুড়ঙ্গ থেকে বালির বস্তা পাওয়া গিয়েছে। তাতে পাকিস্তানের করাচি ও শকরগড় এলাকার ছাপ রয়েছে। পাকিস্তানের নিকটবর্তী পোস্ট সুড়ঙ্গ থেকে ৭০০ মিটার দূরে। ওই এলাকায় এমন আরও সুড়ঙ্গ আছে কি না তা জানতে তল্লাশি শুরু করেছে বিএসএফ। আগেও জম্মু-কাশ্মীরে সীমান্তের কাছে এই ধরনের সুড়ঙ্গের খোঁজ মিলেছে।