Bulldozer

Tyre Blast: বুলডোজারের টায়ারে হাওয়া ভরতেই ফেটে মৃত্যু দু’জনের, সিসিটিভিতে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য

গত ৩ মে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রাজধানী রাইপুরের সিলতারা শিল্পাঞ্চলে।

Advertisement

সংবাদ সংস্থা

রাইপুর শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৬:৪৭
Share:

বুলডোজারের টায়ারে হাওয়া ভরতেই বিকট শব্দে ফেটে যায়। ছবি সৌজন্য টুইটার।

বুলডোজারের টায়ারে হাওয়া ভরছিলেন গ্যারাজের এক কর্মী। অন্য এক কর্মী সেই হাওয়া পরীক্ষা করতে গিয়েও ঘটল বিপত্তি। বিকট শব্দে সেই বিশালাকায় টায়ার ফেটে মৃত্যু হল দুই কর্মীরই। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়ানক সেই দৃশ্য।

গত ৩ মে ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের রাজধানী রাইপুরের সিলতারা শিল্পাঞ্চলে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক কর্মী টায়ারের উপর চেপে হাওয়া ভরছিলেন তাতে। হলুদ টি শার্ট পরা এক কর্মী সেখানে আসেন। তিনি টায়ারে হাওয়ার চাপ কতটা রয়েছে তা পরীক্ষা করার জন্য সবে যন্ত্র লাগিয়েছিলেন। তার পরই একটা জোরালো বিস্ফোরণ ঘটে। হলুদ টি শার্ট পরা ওই কর্মীকে মাটি থেকে কয়েক হাত উপরে উঠে আছড়ে পড়তে দেখা গেল। আর টায়ারের উপর বসে থাকা অন্য কর্মী কয়েক হাত দূরে ছিটকে পড়লেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃত দুই কর্মী মধ্যপ্রদেশের রেওয়া জেলার বাসিন্দা। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement