Crime

জন্মদিনের পার্টিতে দুই শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ দিল্লিতে

দিল্লিতে জন্মদিনের পার্টিতে দুই শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০৯
Share:

দুই শিশুকন্যার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে যুবককে। প্রতীকী ছবি।

জন্মদিনের পার্টিতে ২ শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ উঠল দিল্লিতে। তারা সম্পর্কে দুই বোন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এই অভিযোগ উঠেছে দক্ষিণ পূর্ব দিল্লির উত্তমনগর এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শিশুদের এক আত্মীয়ের জন্মদিনের অনুষ্ঠান ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়েছিল তারা। অভিযোগ, শিশুদের প্রলোভন দেখিয়ে একটি ঝুপড়িতে নিয়ে যান ২৫ বছরের যুবক দীপক। সেখানে শিশুকন্যাদের শ্লীলতাহানি করা হয়।

জন্মদিনের অনুষ্ঠানে দুই শিশুকন্যাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিজনরা। সেই সময়ই ওই ঝুপড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। হাতেনাতে পাকড়াও করা হয় দীপককে। অভিযুক্তকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। শিশুদের মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

ধৃত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৫৪ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement