National News

দিল্লির কনট প্লেসে সাতসকালে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধ দুষ্কৃতীদের

গত কয়েক সপ্তাহ ধরেই এই হার ছিনতাই চক্রটি দিল্লির বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। মোটরবাইকে চেপে তারা দিল্লির বিভিন্ন এলাকায় মহিলাদের হার ছিনতাই করে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ০৯:২৭
Share:

ঘটনার পর এলাকায় পুলিশ পাহারা। দিল্লিতে, বুধবার। ছবি- টুইটারের সৌজন্যে।

পুলিশের সঙ্গে একদল দুষ্কৃতীর গুলিযুদ্ধ চলল দিল্লির কনট প্লেসে। বুধবার ভোরে দিল্লি পুলিশের অফিসাররা ছিনতাইবাজদের পিছু ধাওয়া করলে তাঁদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে ৪ দুষ্কৃতী। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিযুদ্ধে দুই দুষ্কৃতী জখম হয়েছে। তাদের পায়ে গুলি লেগেছে। তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। এক দুষ্কৃতী পালিয়ে গিয়েছে।

Advertisement

গত কয়েক সপ্তাহ ধরেই এই হার ছিনতাই চক্রটি দিল্লির বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। মোটরবাইকে চেপে তারা দিল্লির বিভিন্ন এলাকায় মহিলাদের হার ছিনতাই করে চলেছে।

পুলিশকর্তারা এ দিন ভোরে ওই চক্রটিকে ধরতে কনট প্লেসে গেলে শঙ্কর মার্কেট এলাকায় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে চার জন দুষ্কৃতী। দুষ্কৃতীরা মোটরবাইকে চেপেই এসেছিল।

Advertisement

আরও পড়ুন- তপ্ত কাশ্মীরে নিহত তিন জঙ্গি, মৃত্যু এক সেনারও​

আরও পড়ুন- অভিযোগ দায়েরে দ্বিধা, দেশে সাইবার অপরাধ দ্বিগুণ​

পুলি‌শ জানাচ্ছে, যে তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে, তাদের মধ্যে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement