Murder

কম বয়সে ধূমপান কেন? দেশলাইয়ের বদলে উপদেশ! যুবককে ছুরি মেরে খুনে ধৃত দুই অভিযুক্ত

পূর্ব মুম্বইয়ের শহরতলি এলাকা মানখুর্দ ঘাটকোপরে পুরনো ভাঙাচোরা জিনিসপত্র কুড়িয়ে বেড়াতেন রমজান। রবিবার সকালে তাঁর দেহ দেখতে পান পথচারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৫:৩৭
Share:

রমজান আব্দুল হামিদের ঘাড়ে-বুকে এবং পায়ে ছুরি মারা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতীকী ছবি।

ধূমপানের জন্য দেশলাই চেয়ে জুটেছিল উপদেশ। এত কম বয়সে ধূমপানের আসক্তি কাটানোর জন্য পরামর্শ শুনে এক যুবককে ছুরি মেরে খুন করল দুই কিশোর। রবিবার সাতসকালে মুম্বইয়ের শহরতলির রাস্তার ধারে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাঁকে খুনের অভিযোগে দুই কিশোরকে পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ১৫ ও ১৬ বছরের দু’জনের বিরুদ্ধে রমজান আব্দুল হামিদ (২২)-কে খুনের অভিযোগ উঠেছে। পূর্ব মুম্বইয়ের শহরতলি এলাকা মানখুর্দ ঘাটকোপরে পুরনো ভাঙাচোরা জিনিসপত্র কুড়িয়ে বেড়াতেন রমজান। রবিবার সকালে তাঁর দেহ দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানখুর্দ থানার পুলিশ। রমজানের ঘাড়ে-বুকে এবং পায়ে ছুরি মারা হয়েছে।

তদন্তকারীদের দাবি, ধূমপান করার জন্য রমজানের কাছে দেশলাই চেয়েছিল ওই কিশোরেরা। তাতে উপদেশ শুনে এক কিশোর রমজানকে ছুরি দিয়ে আঘাত করে। তার পর তাঁকে ধরে ফেলে পর পর ছুরি মারতে থাকে অন্য কিশোর। যদিও ধৃতদের দাবি, উপদেশ নয়, দেশলাই চাওয়ায় গালিগালাজ করেছিলেন রমজান।

Advertisement

মানখুর্দ থানার এক আধিকারিক জানিয়েছেন, রমজানের দেহের পাশে রক্তমাখা ছুরি পড়েছিল। সেটি উদ্ধারের পর এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুই কিশোরকে ধরা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জুভেনাইল আদালতে হাজির করানো হয়েছে। তাদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement