NIA

যুদ্ধজাহাজ থেকে চুরি, গ্রেফতার ২

কেরলে ‘কোচিন শিপইয়ার্ড’-এর কারখানায় দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ০২:২৯
Share:

প্রতীকী ছবি।

নির্মীয়মাণ বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে প্রসেসর, র‌্যামের (র‌্যান্ডম অ্যাকসেস মেমরি)-র মতো বৈদ্যুতিন যন্ত্রাংশ চুরির দায়ে দু’জনকে গ্রেফতার করল এনআইএ। তারা জানিয়েছে, ওই যন্ত্রাংশে দেশের নিরাপত্তার পক্ষে গুরুত্বপূর্ণ তথ্য ছিল।

Advertisement

কেরলে ‘কোচিন শিপইয়ার্ড’-এর কারখানায় দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজ। গত বছরের সেপ্টেম্বরে সেখান থেকে যন্ত্রাংশ চুরির অভিযোগ ওঠে। তদন্ত শুরু করে কেরল পুলিশ। ১৬ অক্টোবর তদন্ত শুরু করে এনআইএ। চার্জশিটও পেশ করেছে তারা। তদন্তে নেমে পাঁচ হাজার কর্মীর হাতের ছাপ পরীক্ষা করা হয়। জিজ্ঞাসাবাদও চলে। এই মামলা সম্পর্কে তথ্য দিলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করে এনআইএ। শেষ পর্যন্ত বিহারের মুঙ্গের থেকে বছর তেইশের সুমিতকুমার সিংহ ও রাজস্থানের হনুমানগড় থেকে বছর তেইশের দয়া রামকে গ্রেফতার করে এনআইএ। গোয়েন্দারা জানিয়েছেন, এই দু’জন চুরির কথা স্বীকার করেছে। সেপ্টেম্বরে তদন্ত শুরু হলে ওই দু’জন নিজেদের রাজ্যে পালিয়ে যায়। তার আগে একটি প্রসেসর বিক্রি করেছিল তারা। ধৃতদের কাছ থেকে পাঁচটি মাইক্রোপ্রসেসর, পাঁচটি সলিড স্টেট ড্রাইভ উদ্ধার করেছেন গোয়েন্দারা। বিহার, রাজস্থান ও গুজরাতে তল্লাশির সময়ে কিছু নথিপত্রও উদ্ধার করেছে এনআইএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement