National News

জয়পুরে পিটিয়ে খুন কাশ্মীরিকে

ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকের অভিযোগ, পেটানোর সময়ে হামলাকারীরা বলছিল, ‘‘জয়পুর থেকে প্রত্যেক কাশ্মীরিকে তাড়াব।’’

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৩
Share:

বাসিত

সতেরো বছরের এক কাশ্মীরি কিশোর জয়পুরে গণপিটুনিতে মারা গিয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম বাসিত খান।

Advertisement

একাদশ শ্রেণিতে পড়তে পড়তেই কুপওয়ারার ছেলেটি ওয়েটারের চাকরি নিয়ে রাজস্থান গিয়েছিল। তার সঙ্গেই চাকরি করতেন সুফিয়ান রফিক নামে আর এক কাশ্মীরি। ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকের অভিযোগ, পেটানোর সময়ে হামলাকারীরা বলছিল, ‘‘জয়পুর থেকে প্রত্যেক কাশ্মীরিকে তাড়াব।’’ তিনি জানান, ৫ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে কাজের পরে গাড়িতে বসা নিয়ে বাসিতের সঙ্গে কয়েক জন সহকর্মীর বচসা হয়। আদিত্য নামে একটি ছেলে ক্রমাগত বাসিতের মাথায় মারতে থাকে। বাড়ি ফিরে বমি করে বাসিত অজ্ঞান হয়ে যায়। ৬ তারিখ হাসপাতালে মারা যায় সে। রফিক বলেন, এফআইআর করায় হামলাকারীরা তাকে শাসিয়ে বলেছিল, ‘‘এ বার তোর পালা।’’

আরও পড়ুন: শোলের ভিডিয়ো ‘পাল্টে’ অমিত শাহ গব্বর সিং! আপের বিরুদ্ধে এফআইআর

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement