Uttar Pradesh

Uttar Pradesh: উত্তরপ্রদেশে প্র্যাক্টিক্যাল পরীক্ষার নামে স্কুলে ডেকে ১৭ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ

শিক্ষকের অত্যাচারের শিকার ওই ছাত্রীরা জানিয়েছে, হেনস্থার পর তাদের হুমকিও দেন ওই শিক্ষক। বলা হয়, বাড়িতে জানালে খুন হবেন পরিবারের সদস্যরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ১১:২০
Share:

প্রতীকী ছবি।

প্র্যাক্টিক্যাল পরীক্ষার অজুহাতে দশম শ্রেণির ১৭ জন ছাত্রীকে রাতে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন শিক্ষক। স্কুলে এলে তাদের রাতের খাবার দেওয়া হয়। অভিযোগ, সেই খাবারে মাদক মেশানো ছিল। মাদক মিশ্রিত খাবার খেয়ে ছাত্রীরা অচেতন হয়ে পড়লে তাঁদের যৌন হেনস্তা করেন শিক্ষক। রাতভর চলে অত্যাচার। পর দিন সকালে বাড়ি ফেরে ছাত্রীরা। উত্তরপ্রদেশের এই ঘটনায় ওই শিক্ষক এবং স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তবে কেউই এখনও গ্রেফতার হননি।

Advertisement

যোগীরাজ্যের মুজফ্ফরনগরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। শিক্ষকের অত্যাচারের শিকার ওই ছাত্রীদের অভিযোগ, হেনস্থা করার পর তাদের হুমকিও দেন ওই শিক্ষক। তাঁদের বলা হয়, বাড়িতে ঘটনাটির কথা বললে তাদের পরিবারের সদস্যদের মেরে ফেলা হবে। ভয় পেয়েই চুপ করেছিলেন ছাত্রীরা। বিষয়টি শেষ পর্যন্ত প্রকাশ্যে আসে দু’জন ছাত্রীর পরিবার সম্প্রতি স্থানীয় বিধায়ককে বিষয়টি জানানোর পর। বিধায়কের চেষ্টাতেই এই ঘটনায় অভিযোগ দায়ের হয়। মুজফ্ফরনগরের পুলিশ সুপার অভিষেক যাদব জানিয়েছেন, ওই ছাত্রীরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement