Chhattisgarh Road Accident

নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট গভীর খালে গিয়ে পড়ল গাড়ি, ছত্তীসগঢ়ে অন্তত ১৭ জনের মৃত্যু

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি ছোট মালবাহী গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন বাইগা আদিবাসী সম্প্রদায়ের ২৫-৩০ জন। মালবাহী গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০২৪ ১৬:৪২
Share:

উল্টে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। ছবি: সংগৃহীত।

গাড়ি উল্টে পড়ে গেল ২০ ফুট গভীর খালে। ছত্তীসগঢ়ের কাওয়ার্ধার এই ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। আহতদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি ছোট মালবাহী গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন বাইগা আদিবাসী সম্প্রদায়ের ২৫-৩০ জন। বাহপানি এলাকার কাছে মালবাহী গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তার পরই সেটি গিয়ে পড়ে পার্শ্ববর্তী ২০ ফুট গভীর খালে। পরে পুলিশ এবং উদ্ধারকারী দল এসে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, গাড়িতে থাকা প্রত্যেকেই কুই গ্রামের বাসিন্দা। তাঁরা কেন্দুপাতা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। বাইগা সম্প্রদায়ের মানুষেরা বংশপরম্পরায় বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত। বিড়ি তৈরির অপরিহার্য উপাদান হল কেন্দুপাতা। মার্চ থেকে মে মাস হল কেন্দুপাতা সংগ্রহের আদর্শ সময়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement