কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।
৪৫ দিনে একই গ্রামের ১৬ জনের মৃত্যু। তবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। জম্মু ও কাশ্মীরের রাজৌরির বুধল গ্রামের ঘটনায় এ বার তদন্ত কমিটি গঠন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারী দলের নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক জন উর্ধ্বতন আধিকারিক। এ ছাড়াও দলে থাকছেন স্বাস্থ্যও পরিবার কল্যাণ, রাসয়নিক ও সার, কৃষি এবং জল সম্পদ মন্ত্রকের বিশেষজ্ঞেরা। পাশাপাশি, পশুপালন, খাদ্য নিরাপত্তা এবং ফরেন্সিক বিশেষজ্ঞেরাও সাহায্য করবেন তদন্তে।
রবিবারই বুধল গ্রামে যাবে তদন্তকারী দল। স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবে। ভবিষ্যতে যদি এই ধরনে ঘটনা না ঘটে, তা রোধে সতর্কতামূলক পদক্ষেপ করার ব্যাপারেও গ্রামবাসীকে বোঝানো হবে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং মৃত্যুর কারণগুলো পর্যবেক্ষণ করার জন্য দেশের কিছু বিখ্যাত প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বুধল গ্রামে গত ৪৫ দিনে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের কারও জ্বর, বমি বমি ভাব, গায়ে ব্যথা, জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিয়েছল। সেই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন অনেকে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়। তবে কারও মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
এর আগে এই বিষয়ে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয় গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনার রিপোর্ট থেকে বোঝা যায়, কোনও ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে ঘটেনি। তবে তার নেপথ্যের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।