প্রতীকী ছবি।
ডেঙ্গিতে আক্রান্ত শিশুর ১৫ দিন চিকিৎসা করে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতাল বিল ধরিয়েছে ১৬ লক্ষ টাকা! ৭ বছরের আদ্যা সিংহকে ৩১ অগস্ট ভর্তি করা
হয়েছিল ফোর্টিস হাসপাতালে। ১৪ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। বাবা জয়ন্ত সিংহের অভিযোগ, মাঝে খরচ সম্পর্কে কিছু না জানিয়ে সবশেষে ধরানো হয় ওই বিশাল অঙ্কের বিল। যাতে ধরা হয়েছে ২,৭০০টি দস্তানা, ৬৬০টি সিরিঞ্জ এমনকী গায়ে চাপা দেওয়ার চাদরটির দামও! বিল মেটানোর পরেই ছাড়া হয় দেহ। তা-ও জীবিত দেখিয়ে। লেখা হয় ডাক্তারের পরামর্শ না মেনেই ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জয়ন্তদের এক বন্ধু টুইটারে সব জানিয়ে ফোর্টিসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলে তা ভাইরাল হয় দ্রুত। চাপের মুখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক বিশেষজ্ঞ কমিটি গড়ে ঘটনার তদন্ত করতে বলেছে হরিয়ানা সরকারকে।
আরও পড়ুন: রোগ-ব্যাধি তাড়ানোর শীত পড়বে কি, সংশয়ে পতঙ্গবিদরা
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এটা চক্রান্ত। নয়তো এত দিন পরে কেন অভিযোগ? তাঁদের বক্তব্য, রোজ বিলের হিসেব দেওয়া হয়েছিল, চিকিৎসাও হয়েছে সব নিয়ম মেনে। প্লেটলেট কমে যাওয়ার পরেও চিকিৎসকের পরামর্শ না মেনে জোর করে আদ্যাকে ছাড়িয়ে নিয়ে যান জয়ন্ত। সে দিনই মারা যায় সে।