দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক: সনৎ সিংহ
দেশ জুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। দেশে করোনার এই নয়া রূপে আক্রান্ত ১,৫২৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশের মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সে রাজ্যে ৪৬০ জন আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
দেশে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যাতেও ২১ শতাংশ বৃদ্ধি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৫৩ জন কোভিড আক্রান্ত হয়েছেন। এই সময়কালে এখনও পর্যন্ত ২৮৪ জনের মৃত্যু হয়েছে।
রাজধানী দিল্লিতেও কোভিড সংক্রমণের হারে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর মে মাসে দিল্লিতে কোভিড আক্রান্ত হয়েছিল ৩০০৯ জন। শনিবার রাজধানীতে আক্রান্তে সংখ্যা তাকে ছুঁয়ে ফেলেছে। স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী নতুন করে ২,৭১৬ জন আক্রান্ত হয়েছেন সেখানে।
দেশে ১,৫২৫ জন ওমিক্রন আক্রান্ত হলেও স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৫৬০ জন।
মহারাষ্ট্রের পরই ওমিক্রন আক্রান্তে হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে ৩৫১ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া গুজরাত ১৩৬, তামিলনাড়ু ১১৭, কেরল ১০৯, রাজস্থান ৬৯, তেলঙ্গানা ৬৭, কর্নাটক ৬৪, হরিয়ানা ৬৩, পশ্চিমবঙ্গ ২০, অন্ধ্রপ্রদেশ ১৭ এবং ওড়িশায় ১৪ জন আক্রান্ত হয়েছেন। অন্য রাজ্যগুলোতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০ এর কম।
আশঙ্কা ছিল উৎসবের মরসুম মিটলেই বাড়তে পারে করোনা আক্রান্তের সংখ্যা। সেই আশঙ্কাকে সত্যি করে গত দু’সপ্তাহে দেশ জুড়ে সংক্রমণ বেড়েছে ২৮৯ শতাংশ।