—প্রতীকী ছবি।
মুরগির খামারের ভিতরে একটি গোপন ঘর। তল্লাশি চালিয়ে সেই ঘর থেকেই ১৪ হাজার বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করল কেরল পুলিশ। মঙ্গলবার এই ঘটনাটি কেরলের কোদাকারা এলাকার কাছে ভেল্লানচিরায় ঘটেছে। পুলিশ সূত্রে খবর, মুরগির খামারটি স্থানীয় এক বিজেপি নেতার। মঙ্গলবার বেআইনি মদ রাখার অভিযোগে বিজেপি নেতা লালু এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।
কেরল পুলিশ সূত্রে খবর, মুরগি খামারের ভিতর যে বেআইনি মদ রয়েছে সে খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় তারা। তল্লাশি চালিয়ে খামারের গোডাউনের ভিতর একটি গোপন ঘর খুঁজে পান পুলিশ আধিকারিকেরা। পুলিশ জানিয়েছে, ১৪ হাজার বেআইনি বিদেশি মদের বোতল ছাড়াও সেখান থেকে ২৪০০ লিটারের স্পিরিট উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, এই খামার থেকেই বিদেশি মদ এবং স্পিরিট বেআইনি ভাবে বাইরে পাচার করা হয়। বিজেপি নেতাকে গ্রেফতারির পর এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।