— প্রতীকী ছবি।
ক্রিকেট খেলা নিয়ে বচসার জেরে ১২ বছরের কিশোরকে ব্যাট দিয়ে পিটিয়ে মারার অভিযোগ ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায়। পুলিশ অভিযুক্ত কিশোরকে খুঁজছে।
ঘটনার সূত্রপাত গত ৩ জুন। খেলা নিয়ে বচসায় কিশোরের মাথায় ব্যাট দিয়ে আঘাত করে ১৩ বছরের এক কিশোর। সংজ্ঞাহীন অবস্থায় ১২ বছরের কিশোরকে হাসপাতালে ভর্তি করানো হয়। গত ৫ জুন তার মৃত্যু হয়। কিন্তু এই ঘটনায় কিশোরের পরিবার পুলিশে অভিযোগ করেনি। তার আগেই শেষকৃত্য হয়ে যায় কিশোরের।
গত মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হন মৃত কিশোরের মা। রুজু হয় অভিযোগ। পুলিশ কবর খুঁড়ে বার করে কিশোরের দেহ। আবার নতুন করে করানো হয় ময়নাতদন্ত। পুলিশ সূত্রে খবর, গত ৩ জুন একটি মাঠে ক্রিকেট খেলছিল কয়েক জন কিশোর। খেলা নিয়ে দুই কিশোরের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় ১৩ বছর বয়সি কিশোর ব্যাট দিয়ে ১২ বছরের কিশোরের মাথায় আঘাত করে বলে অভিযোগ। ব্যাটের বাড়ি খেয়ে মাটিতে পড়ে জ্ঞান হারায় ১২ বছরের কিশোর। তাকে তড়িঘড়ি নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’দিন চিকিৎসা চলার পর গত ৫ জুন কিশোরের মৃত্যু হয়। কিন্তু এর পরেই পুলিশ খুনের অভিযোগ দায়ের করেনি কিশোরের পরিবার।
মৃত কিশোরের মায়ের দাবিমতো পুলিশের কাছে অভিযোগ দায়ের হয় গত মঙ্গলবার। পুলিশ কবর থেকে কিশোরের দেহ তুলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সারে। অভিযুক্ত কিশোরের খোঁজে শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কিশোর বাড়িছাড়া। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।