চলছে উদ্ধারকাজ। ছবি: টুইটার থেকে।
মধ্যপ্রদেশের বিদিশায় কুয়োয় পড়ে যাওয়া গ্রামবাসীদের মধ্যে ১১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও অবধি ২৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ৪০ ফুট গভীর কুয়োয় পড়ে যাওয়া ১৩ বছরের যে কিশোরকে উদ্ধার করতে গ্রামবাসীরা কুয়োয় ঝাঁপ মেরেছিলেন তার দেহও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান টুইটে লেখেন, ‘২৪ ঘণ্টা পরে উদ্ধার কাজ বন্ধ হয়েছে। কিন্তু আমরা দুর্ঘটনাস্থল ঘিরে রেখে আরও দু’দিন ধরে খোঁজ চালাব।’ মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন শিবরাজ। আহতদের চিকিৎসা বিনামূল্যে করারও নির্দেশ দিয়েছেন তিনি।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কেন্দ্রের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।