প্রতীকী চিত্র।
করোনাকে তুড়ি মেরে উড়িয়ে সুস্থ হলেন ১০৩ বছরের বৃদ্ধ। শমরাও ইঙ্গলে নামে ওই ব্যক্তি মহারাষ্ট্রের পালঘরে বীরেন্দ্র নগর এলাকার বাসিন্দা। কোভিডে আক্রান্ত হওয়ার পরে তাঁকে পালঘরের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার তিনি ছাড়া পেয়েছেন। জেলা কালেক্টরেটের এক মুখপাত্র বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবারই বৃদ্ধকে ছুটি দেওয়া হয়েছে।
হাসপাতালের চিকিৎসকদের মতে, বৃদ্ধ কোভিডের চিকিৎসায় দারুণ সাড়া দিয়েছেন। হাসপাতালের কর্মীদের সঙ্গেও তিনি সহযোগিতা করেছেন। শনিবার তিনি হাসিমুখে হাসপাতাল থেকে বেরিয়েছেন। পালঘরের কালেক্টর মানিক গুরসাল ও হাসপাতালের কর্মীরা বাড়ি ফেরার সময় বৃদ্ধকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী মহারাষ্ট্রের পালঘরে এখনও মোট ৯৫ হাজারের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ৮০০ জনের।