Maan Ki Baat

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শততম ‘মন কি বাত’ বিশ্ব জুড়ে সম্প্রচারের উদ্যোগ বিজেপির

বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতম এবং বিনোদ তাওড়ের নেতৃত্বে দলগুলি রেডিও অনুষ্ঠানের ১০০তম পর্বের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ০০:১৬
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব আগামী ৩০ এপ্রিল সম্প্রচার হবে। ফাইল ছবি।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব আগামী ৩০ এপ্রিল সম্প্রচার হবে। সেই পর্বটি ব্যাপক ভাবে উদযাপনের পরিকল্পনা করা হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা জাতীয় সাধারণ সম্পাদকদের একটি দলকে এর দায়িত্ব দিয়েছেন।

Advertisement

বিজেপি সূত্রে খবর, তারা মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্বটি গোটা দেশে এক লক্ষেরও বেশি বুথে সম্প্রচার করার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য, দেশের প্রতিটি জায়গায় যাতে এই অনুষ্ঠানের সম্প্রচার পৌঁছয়। উপরন্তু, বিশ্বব্যাপী প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানের বিশেষ সংস্করণ বিশ্ব জুড়ে সম্প্রচার করারও পরিকল্পনা করেছে।

প্রতিটি লোকসভা কেন্দ্রে ১০০টি স্থান চিহ্নিত করার পরিকল্পনা করা হয়েছে যেখানে বিভিন্ন স্তরের মানুষ ‘মন কি বাত’ শুনতে পাবেন। এ ছাড়া সমাজমাধ্যমেও ১০০তম পর্বের সম্প্রচারের ছবি এবং বার্তা প্রচার করা হবে।

Advertisement

বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতম এবং বিনোদ তাওড়ের নেতৃত্বে দলগুলি রেডিও অনুষ্ঠানের ১০০তম পর্বের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে।

৩ অক্টোবর, ২০১৪ সালে বিজয়াদশমীর দিন থেকে শুরু হয় মন কি বাত অনুষ্ঠানটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement