পিলভীটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির। ছবি: সংগৃহীত।
দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হল উত্তরপ্রদেশের দুই জেলায়। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা হয় পিলিভীতে। তার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার সকালে আরও একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে চিত্রকূট জেলায়। পিলিভীতে মৃত্যু হয়েছে পাঁচ জনের। চিত্রকূটে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
পিলিভীত জেলা পুলিশ জানিয়েছে, ১১ জনের একটি দল গাড়িতে করে উত্তরাখণ্ডের খাতিমা থেকে উত্তরপ্রদেশে আসছিল। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল সেটি। নেওরিয়া থানার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। পুলিশ সুপার অবিনাশ কুমার পাণ্ডে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে আরও দু’জনের। বাকি ছ’জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সুপার জানিয়েছেন, স্থানীয়েরাই প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পান। তাঁরাই দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অন্য দিকে, চিত্রকূটে রাইপুরা থানার কাছে শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রয়াগরাজের দিক থেকে গাড়িটি আসছিল। গাড়িতে বেশ কয়েক জন আরোহী ছিলেন। রাইপুরা থানা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়ির পাঁচ আরোহীর মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।