WBSU Recruitment 2025

বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে গবেষক নিয়োগ, আবেদনের শেষ দিন ১৯ মার্চ

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৮:২১
Share:
WBSU

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। সংগৃহীত ছবি।

বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি (ডাব্লিউবিএসইউ)-তে গবেষণার কাজের সুযোগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পের কাজ হবে। যার জন্য আংশিক সময়ের কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের শীঘ্রই অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রকল্পের কাজ হবে। এর জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্র সরকার অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)। তবে কোন বিষয়ে গবেষণা হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

প্রকল্পের জন্য নিয়োগ হবে পার্ট টাইম রিসার্চ স্টাফ পদে। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে তিন মাস। তাঁকে প্রতি মাসে সাম্মানিক বাবদ ২০,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement

প্রকল্পে আবেদনকারীদের জন্য কোনও বয়ঃসীমা ধার্য করা হয়নি। তবে তাঁদের অর্থনীতিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা জরুরি। পাশাপাশি প্রয়োজন ইকোনোমেট্রিক্স বিষয়ে জ্ঞানও।

আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৯ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এই বিষয়ে আরও জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement