Accident

Pilgrim's bus accident: হরিদ্বার থেকে ফেরার পথে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত্যু ১০ তীর্থযাত্রীর, জখম সাত জন

বৃহস্পতিবার ভোরের ঘটনা। হরিদ্বার থেকে তীর্থযাত্রা সেরে বাড়ি ফিরেছিল ভক্তদের দল। পথে বড় দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের গাড়িটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১০:১৩
Share:

প্রতীকী ছবি।

তীর্থ সেরে বাড়ি ফিরছিলেন ১৭ জন ভক্তের একটি দল। পথে দুর্ঘটনায় তাঁদের মধ্যে ১০ জনেরই মৃত্যু হল উত্তরপ্রদেশের পিলভিটে।

Advertisement

হরিদ্বার থেকে ট্রাকে করে উত্তরপ্রদেশের লখিমপুরে ফিরছিলেন তীর্থযাত্রীরা। পিলভিটের কাছে জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে তাঁদের ট্রাকটি। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। জখম হন বাকি ৭জন।

বৃৃহস্পতিবার ভোর সারে ৪টে নাগাদ দুর্ঘটনা ঘটে গাজরাউলা থানা এলাকায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পাঁচজনের চিকিৎসা স্থানীয় জেলা হাসপাতালে হলেও বাকি দু’জনের অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় তাঁদের বরেলীর হাসপাতালে পাঠানো হয়ছে।

Advertisement

পিলভিটের জেলা শাসক পুলকিত খারে জানিয়েছেন, পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ভোর বেলায় ফাঁকা রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল কী করে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান, চালকের অসতর্কতাতেই ঘটনাটি ঘটেছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement