Coronavirus in India

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

গণবিবাহের অনুষ্ঠানে যাবেন মমতা। একাধিক কর্মসূচিতে অংশ নেবেন নড্ডা। মুকুল রায়ের বিধায়ক পদ থাকবে কি? আজ নজরে অন্য যা যা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২২ ০৭:১৯
Share:

ফাইল চিত্র।

আজ, বুধবার আলিপুরদুয়ারে আদিবাসী গণবিবাহের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা নাগাদ তাঁর ওই অনুষ্ঠানে যাওয়ার কথা।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

নড্ডার কর্মসূচি

Advertisement

বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আজ দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা তাঁর। বেলা সাড়ে ১১টা নাগাদ চুঁচুড়ার বন্দেমাতরম ভবন দর্শন করবেন তিনি। দুপুর ১২টা নাগাদ চন্দননগরে রাসবিহারী বসু রিসার্চ ইনস্টিটিউটে যাবেন। বিকেল ৩টে নাগাদ কলকাতায় জাতীয় গ্রন্থাগারের হলে দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির সভাতে অংশ নেওয়ার কথা নড্ডার।

মুকুল রায় সংক্রান্ত ঘোষণা

আজ বিধানসভায় মুকুল রায়ের দলত্যাগ মামলার রায় ঘোষণা করার কথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। কী দায় দেন তিনি, সে দিকে নজর থাকবে।

আনিস খান মৃত্যুর রায় ঘোষণা

আজ ছাত্রনেতা আনিস খানের মৃত্যু মামলায় রায় ঘোষণা করার কথা কলকাতা হাই কোর্টের। সকাল সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা হতে পারে।

গ্রাফিক: সনৎ সিংহ।

রোদ্দূর রায়কে কলকাতায় আনার কথা

মঙ্গলবার গোয়ায় গ্রেফতার হয়েছেন রোদ্দূর রায়। আজ তাঁকে সেখান থেকে কলকাতায় আনার কথা পুলিশের। নজর থাকবে সে দিকেও।

মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, কেরল-সহ দেশের সার্বিক কোভিড পরিস্থিতি

মহারাষ্ট্রে এক দিনে সংক্রমণের হার ৮১ শতাংশ বেড়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১,৮৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ১,২৪২ জনই মুম্বইয়ের বাসিন্দা। এর পরেই প্রশ্ন উঠছে, তবে কি নতুন করে করোনা ছড়িয়ে পড়ছে মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রে? গত সোমবার মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছিলেন মোট ১,০৩৬ জন। তার মধ্যে ৬৭৬ জন ছিলেন মুম্বইয়ের বাসিন্দা। ২৪ ঘণ্টার মধ্যেই সেই সংক্রমণের হার বাড়ল প্রায় ৮১ শতাংশ। আজ ওই সংক্রমণের সংখ্যার দিকে নজর থাকবে।

ভবানীপুরে দম্পতিকে খুন

সোমবার সন্ধ্যায় ভবানীপুরে দম্পতিকে খুন করা হয়। আজ ওই ঘটনায় তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

রেণু খাতুনের হাত কেটে নেওয়ার ফলো আপ

স্ত্রী রেণু খাতুনের কব্জি কেটে দেওয়ার ঘটনায় পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত তথা তাঁর স্বামী শের মহম্মদ। মঙ্গলবার তাঁকে পূর্ব বর্ধমান-মুর্শিদাবাদ সীমানা থেকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ। আজ অভিযুক্তকে আদালতে হাজির করানো হতে পারে।

অনলাইনে পরীক্ষার দাবি-পাল্টা দাবি ঘিরে পরিস্থিতি

অফলাইনে পরীক্ষার কথা ঘোষণা করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু পরীক্ষার্থীদের একাংশ অনলাইনে পরীক্ষার পক্ষে। এ নিয়ে তারা প্রতিবাদ করে যাচ্ছে। আজ ওই পরিস্থিতির দিকে নজর থাকবে।

এসএসসি নিয়োগ মামলা ও তদন্তের খবরাখবর

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত জারি রেখেছে। এই মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। তিনি ফেরত দিচ্ছেন কি না আজ সে দিকে নজর থাকবে।

রঞ্জি ট্রফির ম্যাচ

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের আজ তৃতীয় দিন। বাংলা বনাম ঝাড়খণ্ডের খেলা রয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হবে।

এশিয়ান কাপ

আজ এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের খেলা রয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ ভারত বনাম কাম্বোডিয়ার খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement