ফাইল চিত্র।
আজ, বুধবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচন রয়েছে। দুপুর ১২টা নাগাদ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই নির্বাচনটি হওয়ার কথা।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
কেন্দ্রীয় বাজেট বিশ্লেষণ
বাজেট নিয়ে ইতিমধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। গরিব ও মধ্যবিত্ত বিরোধী বাজেট বলে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। আজ বাজেট নিয়ে আরও বিশ্লেষণের দিকে নজর থাকবে।
বাজেট নিয়ে বিজেপি-র কর্মসূচি
বাজেট নিয়ে প্রচার কর্মসূচি শুরু করবে বিজেপি। ‘আত্মনির্ভর ভারত’ নিয়ে সারা দেশের বিজেপি নেতাকর্মীদের প্রতি ভাষণ দেবেন মোদী। বেলা ১১টা ওই কর্মসূচিটি শুরু হওয়ার কথা।
রাজ্যে স্কুল খোলার প্রস্তুতি
রাজ্যে বৃহস্পতিবার থেকে স্কুল, কলেজ এবং পাড়ায় পাড়ায় পাঠশালা খুলছে। সে সবের প্রস্তুতি শুরু হয়েছে। স্কুল, কলেজগুলিতে স্যানিটাইজেশন করা হবে।
কমিশনের সর্বদলীয় বৈঠক
রাজ্যের পুরসভাগুলির ভোট নিয়ে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। বিকেল ৪টে নাগাদ ওই বৈঠকটি শুরু হওয়ার কথা।
চিড়িয়াখানার গন্ডগোল মামলার শুনানি
আলিপুর চিড়িয়াখানায় ইউনিয়ন অফিস দখল নিয়ে মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। বেলা ১১টা নাগাদ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে হতে পারে শুনানি।
হাই কোর্টে অনুব্রত
ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। আজ সিবিআই-এর সমন এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি।
লতা ও সন্ধ্যার শারীরিক অবস্থা
অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ তাঁরা কেমন থাকেন তা নজরে থাকবে। এ ছাড়া নজর থাকবে ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত কেমন থাকেন, সে দিকেও।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট সেমিফাইনাল
আজ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট সেমিফাইনাল ম্যাচ রয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ওই ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হতে পারে।
আইএসএল
আজ আইএসএলে এসসি ইস্টবেঙ্গল বনাম চেন্নাই এফসি-র ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ম্যাচটি শুরু হওয়ার কথা।
রাজ্যের করোনা পরিস্থিতি
রাজ্যে পাঁচ শতাংশের নীচে দৈনিক আক্রান্তের সংখ্যা। আবার সব জেলাতে সংক্রমণ ১০ শতাংশের নীচে রয়েছে। মঙ্গলবার রাজ্যে সংক্রমণ ৩ হাজারের কম ছিল। আজ সংক্রমণ কত হয়, সেটাই দেখার।
আবহাওয়া
শীতের প্রকোপ কমছে রাজ্যে। এই অবস্থায় বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। ফলে আজ দেখার আবহাওয়া কেমন থাকবে।