—প্রতীকী ছবি।
২০২৫-এ পরিবর্তন আসবে প্রত্যেক রাশির জীবনে। শুভ বা অশুভ, পরিবর্তন--- যে কোনও প্রকারেরই হতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে, পরিবর্তন আসে গ্রহেরা অবস্থান পরিবর্তন করার ফলে। গ্রহ রাশি পরিবর্তন করলে অথবা গ্রহের দশা-অন্তঃদশা পরিবর্তনের কারণে আমাদের জীবনে নানা বদল আসে। যে কোনও গ্রহ অবস্থান অনুযায়ী নির্দিষ্ট রাশির উপর শুভ এবং অশুভ ফল দান করে। গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গে ফলেরও পরিবর্তন শুরু হয়ে যায়। এই কারণে যেই গ্রহ যত বেশি সময় এক রাশিতে অবস্থান করে, সেই গ্রহের ফল তত বেশি সেই রাশির লোকেদের উপর থাকে। অর্থাৎ, উক্ত রাশির জাতক-জাতিকার উপর সেই গ্রহের শুভ বা অশুভ, উভয় প্রকারের ফল দানের ক্ষমতা তত বেশি থাকে। অবস্থান পরিবর্তনের উপর ভিত্তি করে গ্রহদের দুটি শ্রেনীতে ভাগ করা হয়। দ্রুত গতি গ্রহ এবং ধীর গতি গ্রহ। দ্রুত গতি গ্রহ বলতে সেই সকল গ্রহদের বোঝায় যারা এক রাশিতে অল্প সময়ের জন্য অবস্থান করে, বা অল্প সময় অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। চন্দ্র, বুধ, রবি, শুক্র এবং মঙ্গল হল দ্রুত গতি গ্রহ। ধীর গতি সম্পন্ন গ্রহরা ঠিক বিপরীত প্রকৃতির হয়, অর্থাৎ যে সকল গ্রহ দীর্ঘ সময় এক রাশিতে অবস্থান করে, বা দীর্ঘ সময় অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি হল ধীর গতি গ্রহ। প্রত্যেক বছর একসঙ্গে সমস্ত ধীর গতির গ্রহেরা রাশি পরিবর্তন করে না। বৃহস্পতি এক বছর, রাহু কেতু এক বছর ছয় মাস এবং শনি দুই বছর ছয় মাস অন্তর রাশি পরিবর্তন করে। ২০২৫-এ চারটি ধীর গতির গ্রহ রাশি পরিবর্তন করবে। এই কারণে সমস্ত রাশির জীবনে কোনও না কোনও পরিবর্তন আসবে।
শনি- নতুন বছরের শুরুতে শনি নিজক্ষেত্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। ২৯ মার্চ ২০২৫, ভারতীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে রাশি পরিবর্তন করে মীন রাশিতে গমন করবে। ১৩ জুলাই ২০২৫ গতি পরিবর্তন করে বক্র গতি ধারন করবে। ২৮ নভেম্বর ২০২৫ পুনরায় সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হয়ে বছরের শেষ দিন পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে।
বৃহস্পতি- বছরের প্রথম দিন বৃহস্পতি বৃষ রাশিতে বক্র গতিতে অবস্থান করবে। ৪ ফেব্রুয়ারী ২০২৫ গতি পরিবর্তন করে সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে। ১৪ মে ২০২৫, ভারতীয় সময় রাত ১০টা ৩৬ মিনিটে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গমন করবে। ১৮ অক্টোবর ২০২৫, ভারতীয় সময় রাত ৭টা ৪৭ মিনিটে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গমন করবে। ১১ নভেম্বর ২০২৫ বক্র গতি প্রাপ্ত হবে। বক্র গতির কারণে ৫ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে পুনরায় মিথুন রাশিতে পুনরায় গমন করে মিথুন রাশিতে অবস্থান করবে।
রাহু এবং কেতু– রাহু এবং কেতু হল জ্যোতিষশাস্ত্রের ছায়া গ্রহ। এরা আসলে এক একটি গানিতিক বিন্দুমাত্র। শারীরিক অস্তিত্ব না থাকলেও জন্মছকে অবস্থান অনুযায়ী এই সকল গ্রহদের শুভ বা অশুভ ফল দানের ক্ষমতা মারাত্মক। ২০২৫-এর প্রথম দিন রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে কন্যা রাশিতে, উত্তর ফাল্গুনি নক্ষত্রে। ১৮ মে ২০২৫, ভারতীয় সময় রাত ৭টা ৩৬ মিনিটে রাশি পরিবর্তন করে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গমন করবে।