যাঁদের পিন কোডের সংখ্যার যোগফল ৭: যে দিন থেকে আপনি যে পিনকোড পেলেন, সেই দিন থেকে অর্থ আয়ের ব্যাপারে সব সময় আপনাকে একটা টেনশান বা চ্যলেঞ্জের মধ্যে পড়তে হবে। এর কারণ, আপনার স্বভাবের মধ্যে কেমন যেন একটা খামখেয়ালিপনা আছে। সাধারণত যারা পিন কোডের মানুষ অনেক রোজগার করলেও সেই অর্থকে যে ভাবে ব্যবহার করা উচিত ছিল, সে ভাবে করতে পারেন না। অর্থ সঠিক ভাবে ব্যবহার না করে অপ্রয়োজনীয় ক্ষেত্রে খরচ করে আপনি নিজের ও পরিবারের কিছু ক্ষতিও করতে পারেন।
আরও পড়ুন: এটিএম-এর পিন কোড আপনার আর্থিক অবস্থার নির্দেশ দেবে (দ্বিতীয় অংশ)
যাঁদের পিন কোডের সংখ্যার যোগফল ৮: সংখ্যাতত্ত্বে আট সংখ্যাকে বড় অঙ্কের বা টাকার বান্ডিল বোঝায়। তাই আপনি যখন আপনার পিন কোডের চারটি সংখ্যার যোগফল হিসেবে ৮ পেলেন, তখন বলতেই হচ্ছে নিকট ভবিষ্যতে ব্যবসা বা অন্য কোনও জায়গা থেকে বিরাট অঙ্কের টাকা পাবেন বা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। তবে আপনার যখন ক্ষতি হবে, তখনও কিন্তু বড় অঙ্কের টাকা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। অদ্ভুত ব্যাপার, আপনি যখন খরচ করে থাকেন তখন কিন্তু আপনি আয় করার জন্যই খরচ করে থাকেন। আপনারা বড় অঙ্কের টাকা বিলাসবহুল জীবনযাপনের জন্য খরচ করে থাকেন।
যাঁদের পিন কোডের সংখ্যার যোগফল ৯: টাকা নিজের দিকে টানার এই সংখ্যার আকর্ষণীয় ক্ষমতা রয়েছে। তাই আপনি যখন আপনার পিন কোডের সংখ্যার যোগফল ৯ পেলেন, তার মানে আপনি খুব সহজ ভাবে টাকা আয় করবেন।
তবে যত সহজে আপনি আয় করবেন, সেই ভাবে আপনি কিন্তু রোজগারের অর্থকে ধরে রাখতে পারবেন না। আসলে আপনি সে ভাবে টাকা জমাতে পারেন না। টাকা জমানো একটা আর্ট এবং সেটা আপনার এখন আয়ত্ত করতে পারেননি। আপনার ভিতর বহুজনের হিতার্থে ব্যয় করার প্রবণতা কাজ করে। ফলে অর্থ এলেও সে ভাবে জমে না। বহু ক্ষেত্রে আপনি অবিবেচকের মতো অর্থ খরচ করেন।