বাড়ির ছাদ একেবারে পরিষ্কার রেখেছেন তো? তা না হলেই বিপদ

ছাদ সকলের অগোচরে থাকে বলে সেখানে প্রায়শই অনেক নোংরা আবর্জনা জমে করে রাখি। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। বাড়ির যত বাতিল জিনিস বা অপ্রয়োজনীয় বস্তু ছাদের এক কোণে জমিয়ে রেখে দিই।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ০০:০৫
Share:

ছাদ সকলের অগোচরে থাকে বলে সেখানে প্রায়শই অনেক নোংরা আবর্জনা জমে করে রাখি। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। বাড়ির যত বাতিল জিনিস বা অপ্রয়োজনীয় বস্তু ছাদের এক কোণে জমিয়ে রেখে দিই। সেই জিনিসগুলো হয়তো বা আমাদের বছরের পর বছর কোনও কাজেই লাগে না। বাস্তু মতে, সেই সব জিনিস দ্রুত ঘর থেকে বিদায় করে দেওয়া উচিত। না হলে বাস্তু দোষ সৃষ্টি করে।

Advertisement

ছাদে নোংরা জমালে বাস্তু দোষ সৃষ্টি হয়। তার ফলে কী কী সমস্যা হয় জেনে নিন—

অমঙ্গল সৃষ্টি হয়– বাড়ির ছাদে যদি অকারণ আবর্জনা জমিয়ে রাখা হয়, তা হলে বাড়ির সদস্যদের অমঙ্গল তাড়িয়ে বেড়ায়। যার ফলে তাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে। একাধিক ক্ষতি হতে থাকে।

Advertisement

আরও পড়ুন: বার বার ঋণে জড়িয়ে পড়তে হচ্ছে? জন্মছকে গ্রহের কোন অবস্থানে এ রকম হয় জেনে নিন

পারিবারিক শান্তি ভঙ্গ হয়– পরিবারের মানুষরা কোনও ভাবেই সুখে দিন কাটাতে পারেন না। অশান্তি লেগেই থাকে। এমনকি দাম্পত্য কলহেরও সৃষ্টি হয়।

অভাব অনটন– ছাদে আবর্জনা জমালে অভাব অনটন পিছন ছাড়ে না। দিনে দিনে ঋণেও জড়িয়ে পড়তে পারেন।

কর্মক্ষেত্রে সমস্যা– বাড়ির ছাদে আবর্জনা জমানোর ফলে কর্মক্ষেত্রেও নানা সমস্যা আসতে পারে। যথেষ্ট পরিশ্রম করা সত্ত্বেও তার ফল পাওয়া যায় না।

মানসিক অবসাদ– এর ফলে বাড়ির মানুষরা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

লেখাপড়ায় অমনোযোগ– এ ক্ষেত্রে সন্তানরাও ভীষণ ভাবে অমনোযোগী হয়ে পড়ে।

*** যদি ছাদে একান্ত কিছু রাখতেই হয় তা হলে সুন্দর করে রাখতে হবে। ছড়িয়ে ছিটিয়ে নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement