বিশ্বের প্রায় সব জ্যোতিষবিদই এ ব্যাপারে একমত যে বালক গ্রহ বুধ হল বুদ্ধির প্রধান কারক গ্রহ। বুধ শুধু আমাদের বুদ্ধি সম্পর্কে ইঙ্গিত দেয় তা নয়, বিদ্যা এবং আগ্রহ সম্পর্কেও অনেক কিছু দর্শায়।
নাড়ি জ্যোতিষে মঙ্গলকে বুধের প্রধান শত্রু হিসেবে উল্লেখ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক—
১। জন্মছকে বুধ যদি কোনও ভাবে মঙ্গল যুক্ত হয় তো শিক্ষায় সমস্যা আসে।
২। বুধের দ্বাদশে মঙ্গল, শিক্ষায় বিঘ্ন ঘটায় অথবা বছর নষ্ট করায়।
৩) বুধের দ্বিতীয় স্থানে মঙ্গল, শিক্ষার প্রতি আগ্রহের অভাব দেখা দেয়।
৪) বুধের থেকে ১, ২, ৫, ৯-এ মঙ্গল পড়াশোনায় ঝামেলা পাকাবেই।
৫) মেষ বা বৃশ্চিক রাশিতে বুধ, পড়াশোনায় অমনোযোগ আনে।
তবে শুভ বা মিত্র গ্রহের দৃষ্টি বুধের উপর থাকলে এই সব কুপ্রভাব অনেকটা কমবে তাতে কোনও সন্দেহ নেই!
আগেই বললাম, বুধ নির্দেশ করে ইন্টারেস্ট, তাই বুধ কোথায় বসে আছে বা কোন গ্রহের সঙ্গে যুক্ত তা থেকে অনায়াসে বোঝা যায়, কোন বিষয়ের উপর জাতক-জাতিকার আকর্ষণ সব থেকে বেশি।
আরও পড়ুন: জন্মছক অনুযায়ী আপনার প্রেমের সম্পর্ক কেমন? কী বলছে নাড়ী জ্যোতিষ
আসুন জেনে নেওয়া যাক—
বুধ + রবি= রাজনীতি, সরকারি চাকরিতে ইন্টারেস্ট।
বুধ + চন্দ্র= ভ্রমণপিপাসু।
বুধ + মঙ্গল= মার্শাল আর্ট, অ্যাডভেঞ্চারপ্রেমী।
বুধ একলা= অসাধারণ বুদ্ধিমত্তা।
বুধ + বৃহস্পতি= আধ্যাত্মিকতা, মেডিটেশন। শ্রেষ্ঠ জ্ঞান।
বুধ + শুক্র= অভিনয়, ফটোগ্রাফি, গান, শিল্পকলা, রসিকতা।
বুধ + শনি= ইতিহাস, প্যারাসায়েন্স, তন্ত্র, ট্র্যাডিশনাল সাবজেক্ট বা অতীত সংক্রান্ত বিষয়।
বুধ + রাহু= একাধিক বিষয়ে জ্ঞান।
বুধ + কেতু= যা কিছু গুপ্ত।
ঋণস্বীকার: অভিজিৎ সাহা (শ্রীঅভিজিৎ)