Basil Leaves

শুকিয়ে গেলেও তুলসী পাতা আপনার নানা উপকারে লাগতে পারে, জানাচ্ছে জ্যোতিষ

তুলসী পাতা শুকিয়ে গেলেও উপকারী। কিন্তু তুলসী গাছ শুকিয়ে গেলে তা কখনওই ঘরে রাখা উচিত নয়। হতে পারে ঘোর বিপদ!

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১২:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

তুলসী গাছ বা তুলসী পাতার যে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেখানে কোনও প্রকার নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। তুলসী গাছের পাতা যেমন পুজোর কাজে ব্যবহার করা হয়, আবার শরীরের পক্ষেও তুলসী পাতা খুবই উপকারী। তুলসী গাছের পাতা শুকনো হয়ে গেলেও তা কখনও ফেলে দিতে নেই। শুকনো হয়ে গেলেও তুলসী পাতার সমান গুরুত্ব বজায় থাকে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, তুলসী গাছের পাতা শুকিয়ে গেলেও ঘরে রাখা যায়, কিন্তু তুলসী গাছ শুকিয়ে গেলে তা বাড়িতে রাখা অত্যন্ত অশুভ। শুকনো তুলসী পাতা দিয়ে করা কিছু বাস্তু টিপস শিশুদের এবং বড়দের জন্য খুবই উপকারী বলে জানাচ্ছে জ্যোতিষ।

Advertisement

টিপস

১) শুকনো তুলসী পাতা শিশুদের এবং বড়দের স্নানের জলে মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ।

Advertisement

২) যে কোনও শুভ কাজে বেরোনোর আগে কিছুটা শুকনো তুলসী পাতা একটা সাদা কাপড়ে মুড়ে সঙ্গে নিয়ে গেলে, সেই কাজকে সাফল্য আসবেই।

৩) আপনার সন্তানরা যখন পরীক্ষা দিতে যাবে, তখন তাঁদের সঙ্গে কিছুটা শুকনো তুলসী পাতা রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়।

৪) কিছুটা শুকনো তুলসী পাতা একটা সাদা কাপড়ে মুড়ে ঘরের ঈশান কোণে রেখে দিলে, ঘরে কোনও প্রকার অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে সাহায্য করে।

৫) চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সঙ্গে কিছুটা শুকনো তুলসী পাতা রাখুন, এতে ফল খুব ভাল পাওয়া যাবে।

৬) কিছুটা শুকনো তুলসী পাতা একটা লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন, এতে ধন সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement