venus

শুভ অবস্থানে থেকেও শুক্র কখন শুভ ফল দিতে ব্যর্থ হয়

বৃহস্পতি যেমন দেবগুরু, তেমনই শুক্র হলেন দৈত্যগুরু। শুক্র সুখদাতা গ্রহ। ভোগবিলাস, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, প্রেম ভালবাসা, সৃষ্টি, স্থাপত্য, শিল্প, কাব্য, ইতাদির উপর প্রভাব শুক্রের।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ০৮:২০
Share:

প্রতীকী চিত্র।

বৃহস্পতি যেমন দেবগুরু, তেমনই শুক্র হলেন দৈত্যগুরু। শুক্র সুখদাতা গ্রহ। ভোগবিলাস, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, প্রেম ভালবাসা, সৃষ্টি, স্থাপত্য, শিল্প, কাব্য, ইতাদির উপর প্রভাব শুক্রের। গানবাজনা, খেলাধূলা, শিল্পের, উপর প্রভাব শুক্রের। শুক্র সার্থকতা প্রদানকারী গ্রহ।

Advertisement

শাস্ত্রমতে, গোচর কালে শুক্র রাশিতে, দ্বিতীয়ে, তৃতীয়ে, চতুর্থে, পঞ্চমে, অষ্টমে, নবমে, একাদশে এবং দ্বাদশে অবস্থান কালে শুভ ফল দান করে।

রাশিতে শুক্রের অবস্থান অর্থ, সম্পদ সামাজিক প্রতিপত্তি সংক্রান্ত শুভ ফল দান করে। গোচরকালে শুক্র রাশিতে অবস্থান কালে রাশির অষ্টমে রবি ছাড়া অন্য গ্রহ অবস্থান করলে শুক্র শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

Advertisement

রাশির দ্বিতীয়ে (দ্বিতীয় স্থানে) শুক্রের অবস্থান অর্থ এবং সম্পদ সংক্রান্ত শুভ ফল দান করে। গোচরকালে শুক্র দ্বিতীয়ে অবস্থান কালে রাশির সপ্তমে রবি ব্যতীত অন্য গ্রহ অবস্থান করলে শুক্র শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

রাশির তৃতীয়ে (তৃতীয় স্থানে) শুক্রের অবস্থান পরাক্রম বৃদ্ধি করে। গোচরকালে শুক্রের তৃতীয়ে অবস্থান কালে রাশিতে রবি ছাড়া অন্য গ্রহ অবস্থান করলে শুক্র শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

রাশির চতুর্থে (চতুর্থ স্থানে) শুক্রের অবস্থান গৃহসুখ বৃদ্ধি করে, বাহন সংক্রান্ত সুখ দান করে। গোচরকালে শুক্রর চতুর্থে অবস্থান কালে রাশির দশমে রবি ব্যতীত অন্য গ্রহ অবস্থান করলে শুক্র শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

গোচরে রাশির পঞ্চমে শুক্রের অবস্থান কালে সন্তান সুখ বৃদ্ধি পায়, বাড়িতে মঙ্গল অনুষ্ঠান হয়, সামাজিক প্রতিপত্তি লাভ হয়। শুক্রের রাশির পঞ্চমে অবস্থান কালে রাশির নবমে রবি ছাড়া অন্য গ্রহ অবস্থান করলে শুক্র শুভ ফল দানে ব্যর্থ হয়।

গোচরকালে শুক্র রাশির অষ্টম স্থানে অবস্থান কালে শুভ ফল দান করে। শুক্রের রাশি অষ্টমে অবস্থান কালে রাশির পঞ্চম স্থানে রবি ব্যতীত অন্য গ্রহ অবস্থান করলে শুক্র শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

শুক্র গোচরে রাশির নবম স্থানে অবস্থান কালে ভাগ্যের সুফল দান করে। উচ্চশিক্ষায় সাফল্য দান-সহ বিভিন্ন শুভ ফল দান করে। গোচরে শুক্রের রাশির নবমে অবস্থান কালে রাশির একাদশে রবি ব্যতীত অন্য গ্রহ অবস্থান করলে শুক্র শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

গোচর কালে শুক্র রাশির একাদশ স্থানে অবস্থান কালে আয় বৃদ্ধি করে, বিভিন্ন ক্ষেত্রে লাভ এবং শ্রীবৃদ্ধি হয়। গোচর কালে শুক্রের একাদশে অবস্থান কালে রাশির তৃতীয়ে রবি ব্যতীত অন্য গ্রহ অবস্থান করলে শুক্র শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

গোচর কালে শুক্র রাশির দ্বাদশ স্থানে অবস্থান কালে শুভ ফল দান করে।গোচর কালে শুক্রের দ্বাদশে অবস্থান কালে রাশির ষষ্ঠে রবি ব্যতীত অন্য গ্রহ অবস্থান করলে শুক্র শুভ ফল দান করতে ব্যর্থ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement