প্রতীকী চিত্র।
বৃহস্পতি দেবগুরু। শাস্ত্রমতে বৃহস্পতি শুভ গ্রহ। বৃহস্পতি জন্মকালীন শুভ অবস্থানে ধর্ম সৎকর্ম, শৃঙ্খলা, সৎপথে উপার্জন, ধর্মীয় এবং সামাজিক কর্মে সাফল্য দান করে। গোচরকালে বিভিন্ন স্থানে অবস্থান করে বিভিন্ন স্থানে শুভ অশুভ ফল দান করে। কেবল অবস্থানেই নয়, দৃষ্টি দানেও বিভিন্ন স্থানে শুভ অশুভ ফল দান করে।
গোচরকালে রাশির দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম এবং একাদশে অবস্থাব কালে বৃহস্পতি শুভ ফল দান করে।
রাশির দ্বিতীয়ে (দ্বিতীয় স্থানে) বৃহস্পতির অবস্থান কালে অর্থ এবং সম্পদ সংক্রান্ত শুভ ফল দান করে এবং বিভিন্ন দৃষ্টি দ্বারা বিভিন্ন স্থানের শুভ ফল বৃদ্ধি করে। গোচরকালে বৃহস্পতি দ্বিতীয়ে অবস্থান কালে রাশির দ্বাদশে অন্য গ্রহ অবস্থান করলে বৃহস্পতি শুভ ফল দান করতে ব্যর্থ হয়।
গোচরে রাশির পঞ্চমে বৃহস্পতির অবস্থান কালে সন্তান সুখ বৃদ্ধি হয়। বাড়িতে মঙ্গল অনুষ্ঠান হয়, সামাজিক প্রতিপতি লাভ হয় এবং বিভিন্ন স্থানে দৃষ্টির দ্বারা বিভিন্ন স্থানের শুভত্ব বৃদ্ধি করে। বৃহস্পতি রাশির পঞ্চমে অবস্থান কালে রাশির চতুর্থে অন্য গ্রহ অবস্থান করলে বৃহস্পতি শুভ ফল দানে ব্যর্থ হয়।
গোচরকালে বৃহস্পতি রাশির সপ্তম স্থানে অবস্থান কালে দাম্পত্য সুখ বৃদ্ধি করে। অবিবাহিতের বিবাহের সম্ভাবনা বৃদ্ধি করে, ব্যবসায় লাভ এবং উন্নতি হয়। বৃহস্পতির দৃষ্টির কারণে বিভিন্ন ক্ষেত্রের শুভত্ব বৃদ্ধি করে। বৃহস্পতি রাশি সপ্তমে অবস্থান কালে রাশির তৃতীয় স্থানে অন্য গ্রহ অবস্থান করলে বৃহস্পতি শুভ ফল দান করতে ব্যর্থ হয়।
বৃহস্পতির গোচরে রাশির নবম স্থানে অবস্থান কালে সুফল দান করে। উচ্চশিক্ষায় সাফল্য দান সংক্রান্ত বিভিন্ন শুভ ফল দান করে। গোচরে বৃহস্পতি রাশির নবমে অবস্থান কালে রাশির দশমে অন্য গ্রহ অবস্থান করলে বৃহস্পতি শুভ ফল দান করতে ব্যর্থ হয়।
গোচর কালে বৃহস্পতি রাশির একাদশ স্থানে অবস্থান কালে আয়, বৃদ্ধি করে, বিভিন্ন ক্ষেত্রে লাভ এবং শ্রীবৃদ্ধি হয়। গোচর কালে বৃহস্পতির একাদশে অবস্থান কালে রাশির অষ্টমে অন্য গ্রহ অবস্থান করলে বৃহস্পতি শুভ ফল দান করতে ব্যর্থ হয়।