শিব ঠাকুর হলেন সর্বশক্তিমান। শিব যেমন খুব অল্পে সন্তুষ্ট হন, ঠিক তেমনই যদি তাঁর পুজো করার সময় কোনও ভুল ত্রুটি হয়, তিনি খুব তাড়াতাড়ি অসন্তুষ্ট হন। আমরা সাধ্যমতো জিনিস দিয়ে মহাদেবের পুজো করে থাকি। তবে এটা জেনে রাখা দরকার যে, তিনি কিসে সন্তুষ্ট হন এবং কিসে রুষ্ট হন।
কী কী অর্পণ করবেন:
• ধুতরো ফল শিবের মাথায় অর্পণ করলে শিবঠাকুর খুব সন্তুষ্ট হন।
• ধুতরো ফুলও মহাদেবের অন্যতম পছন্দের জিনিস।
• শিবের মাথায় গঙ্গাজল অবশ্যই ঢালতে হবে।
• আখের রস মহাদেবকে অর্পণ করলে তিনি খুব সন্তুষ্ট হন।
• তিনটি পত্রযুক্ত নিখুঁত বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিতে হবে।
• রুপোর সাপ, যদি কালসর্প যোগ থাকে, তা হলে রুপোর জোড়া সাপ নিবেদন করতে হবে।
• ভাং বা সিদ্ধি শিবের খুব প্রিয় বলে মানা হয়। শিব পুজোর সময় একটি ভাং পাতা দিন বা ভাং বেটে সেটা দুধ ও গঙ্গাজলে মিশিয়ে দিতে পারেন।
আরও পড়ুন: শিবরাত্রির নির্ঘণ্ট ও সময়সূচি
কী কী অর্পণ করবেন না
• শিবের মাথায় জল ঢালার সময় তামা বা পিতলের পাত্র ব্যবহার করতে হবে। স্টিল বা লোহার পাত্র ব্যবহার করা যাবে না।
• তুলসী পাতা শিবের পুজোয় ব্যবহার করা যাবে না।
• শঙ্খ দ্বারা অভিষেক বা শিব পুজোয় শঙ্খের ব্যবহার না করাই ভাল।
আরও পড়ুন: জ্যোতিষ মতে বহুমূত্র রোগ কখন হতে পারে
• সাদা রঙের সব ফুলই শিব পছন্দ করেন, তবে সাদা চম্পা বা কেতকী এই দু’টি ফুল শিবকে অর্পণ করবেন না।
• গরুর খাঁটি দুধ ব্যবহার করতে হবে, প্যাকেট দুধ ব্যবহার না করাই শ্রেয়।
• নারকেল শিব পুজোয় ব্যবহার করা যাবে না।
• তিল মহাদেবের পুজোয় ব্যবহার করা যাবে না।
• সিঁদুর কোনও ভাবেই শিব পুজোয় দেবেন না।