শোনা যায়, যারা ভিশনিস্ট বা যারা সাইকিক, তাঁরা অনবরত সংখ্যার মাধ্যমে ভবিষ্যৎ সম্বন্ধে নির্দেশ পেয়ে থাকেন। তারা ভিশনে যে সব সংখ্যা দেখে থাকেন, তার মানে বা সঙ্কেতগুলি জানেন।
আবার সাধারণ মানুষও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সংখ্যার স্বপ্ন দেখে থাকেন। অসুবিধা হচ্ছে এই সকল সংখ্যার মানে বা এর মাধ্যমে কী নির্দেশ করা হচ্ছে তা তারা জানেন না। এইখানে স্বপ্নে দেখা সংখ্যার তাত্পর্য উল্লেখ করা হল:
(১) স্বপ্নে ১ সংখ্যা দেখলে: যদি কখনও স্বপ্নে ১ সংখ্যা দেখেন, তা হলে বুঝবেন, নিকট ভবিষ্যতে কোনও কাজ কোনও অ্যাডভেঞ্চার যা আপনি আরম্ভ করতে চলেছেন, এটা তার একটা শুভ ইঙ্গিত। এতে প্রেম বা বিবাহ, পরিবার বা টিম ওয়ার্ক নিয়ে ভাল কিছুও বোঝায়। এক সংখ্যাটি আরও নির্দেশ করে, অনেক দিন ধরে কোনও একটা চেষ্টা বা পরিশ্রমের সুষ্ঠ সমাধানের ইঙ্গিত।
আরও পড়ুন: চিনা জ্যোতিষে চুল নিয়ে স্বপ্ন দেখলে কী কী ঘটতে পারে
(২) স্বপ্নে ২ সংখ্যা দেখলে: কেউ যদি ঘুমের মধ্যে বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ২ সংখ্যা অনবরত দেখতে থাকেন, এতে বোঝায় যোগাযোগ সম্পর্কিত এমন কিছু। খুব শীঘ্রই কোনও সামাজিক কাজে যোগদান অথবা অন্য পরিবার বা গোষ্ঠী থেকে শুভ কোনও কাজে আমন্ত্রণ পাওয়া বোঝায়। এটা আরও বোঝায়, সুখ বা সমৃদ্ধি বা মধুর কোনও সম্পর্ক বা প্রেম বা বিবাহ থেকে লাভ বা যোগদান।
(৩) স্বপ্নে ৩ সংখ্যা দেখলে: স্বপ্নে ৩ সংখ্যা দেখলে বোঝায়, নিজের নেগেটিভ কোনও কাজের জন্যে আয়ে ক্ষতি। একই সঙ্গে ক্ষেত্র বিশেষে কেরিয়ার বা পেশাগত জীবনে বাধা বা ক্ষতি হওয়া বোঝায়।
(৪) স্বপ্নে ৪ সংখ্যা দেখলে: স্বপ্নে যারা বার বার ৪ সংখ্যা দেখেবেন বা ফ্ল্যাশ ব্যাকের মতো ৪ সংখ্যাটি দেখবেন, তখন আপনাকে বুঝতে হবে, নিকট ভবিষ্যতে কোনও বাধার মুখোমুখি হতে চলেছেন, বা আপনার কোনও পরিকল্পনা আটকে গিয়েছে। এই সময়ে তাড়াহুড়ো না করে প্রয়োজনে কিছু দিনের জন্য বিশ্রাম নিতে হবে।