বছরটা খুব ভাল যাবে বলে মনে হয় না। অনেক ঝড়ঝাপটা আসতে পারে। আয় খারাপ হবে না, ব্যয় কিছু বেশি হবে। সঞ্চয় কষ্টকর হয়ে দাঁড়াবে।
তবে টাকার অভাবে কোনও কাজ নষ্ট হবে না। চাকরিতে কিছুটা উন্নতি লাভের আশা করা যায়। সাহিত্যিকদের পক্ষে বছরটি তেমন ভাল বলা যায় না। আমদানি-রফতানির ব্যবসায় কিছু উন্নতি হতে পারে। কাজের জন্য বিদেশে যেতে হতে পারে। শরীর ভাল-মন্দ মিশিয়ে চলবে, তবে মন্দ অপেক্ষা ভালর ভাগই বেশি। শ্লেষ্মা, হজমের গোলমাল কিছু কষ্ট দেবে। এ বছর আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। সুগার এবং প্রেশার কিছু কষ্ট দেবে বলে মনে হয়। ভাই-বোনদের সঙ্গে মাঝেমাঝে মতানৈক্য দেখা দিলেও তা স্থায়ী হবে না। কোনও এক বোনের শরীর নিয়ে চিন্তায় পড়া অসম্ভব নয়। অপেক্ষাকৃত কম সংখ্যক বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। পিতা-মাতার স্বাস্থ্য তেমন ভাল থাকবে না। পিতার শরীরে কোনও ক্ষত দেখা দিলে বিশেষ সাবধান হওয়া দরকার। পিতা-মাতার সঙ্গে সামান্য মনোমালিন্যের আশঙ্কা আছে। নিজের লেখাপড়ার অবস্থা মোটামুটি ভাল চললেও ছেলে-মেয়েদের লেখাপড়ায় গাফিলতি, অমনোযোগ প্রভৃতি দেখা দেবে। তাদের পরীক্ষার ফল আশানুরূপ না-ও হতে পারে। তাদের আচরণেও কিছু কিছু ত্রুটি দেখা দেবে। পত্নীর স্বাস্থ্য ভাল থাকবে না। তাঁর চিকিৎসার জন্য একাধিক বার দূরদেশে যেতে হতে পারে। তাঁর ভাগ্যে এ বছর কিছু সম্পদ লাভের যোগ দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। শত্রুরা বেশি ক্ষতি করতে পারবে না, তবু সাবধান থাকা ভাল। মাঝেমাঝে মন চঞ্চল হয়ে উঠলেও ধর্মাচরণে মতি থাকবে ও কিছু সুফল পাওয়া যাবে।