Vastu Shastra

Vastu Shastra: কয়েকটি বাস্তু টিপস যা সংসারের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক

আমাদের দৈনন্দিন জীবনে বাস্তু মেনে চলার প্রয়োজন রয়েছে কারণ বাড়ির বাস্তু যদি থাকে দোষ মুক্ত তা হলে বাড়ির সদস্যরাও থাকবেন সুখে শান্তিতে। কিছু বাস্তু টিপস রয়েছে যেগুলি সঠিক ভাবে করতে পারলে আমরা জীবনের নানা দিকে উন্নতি করতে পারি।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ০৯:০৫
Share:

প্রতীকী চিত্র।

আমাদের দৈনন্দিন জীবনে বাস্তু মেনে চলার প্রয়োজন রয়েছে কারণ বাড়ির বাস্তু যদি থাকে দোষ মুক্ত তা হলে বাড়ির সদস্যরাও থাকবেন সুখে শান্তিতে। কিছু বাস্তু টিপস রয়েছে যেগুলি সঠিক ভাবে করতে পারলে আমরা জীবনের নানা দিকে উন্নতি করতে পারি। দেখে নেব সে রকমই কয়েকটি বাস্তু টিপস।

Advertisement

টিপস

১) বাড়ির যেখানে টাকা রাখা হয় যেমন আলমারি বা সিন্দুক তাঁর নীচে কখনও ঝাঁটা বা জুতো বা কোনও রকম আবর্জনা রাখতে নেই।

Advertisement

২) বাড়ির পজিটিভ শক্তি বজায় রাখতে হলে বাড়ির চার কোণে ছড়িয়ে দিন ফটকিরি।

৩) কাচের বোতলে নুন ভর্তি করে ঘরের উত্তর-পুর্ব কোণে রাখুন। এর ফলে অর্থিক সমস্যার সমাধান হয় এবং আর্থিক দিকে নানা ভাবে উন্নতি হতে দেখা যায়।

৪) বাড়িতে কাচের দরজা বা জানলা থাকলে তা অনেক সময় ভাঙা অবস্থায় পড়ে থাকে। এই রকম ভাবে দীর্ঘ দিন রাখা উচিত নয়। এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তির উদ্ভব হয়।

৫) রান্নাঘরে অনেক সময় অনেকেই ঠাকুরের ছবি বা শো-পিস রাখেন। এ রকমটা করা একেবারেই উচিত নয়। এতে সংসারে অশান্তি লেগেই থাকবে।

৬) বাড়িতে কাঁটা জাতীয় কোনও গাছ থাকলে আজই উপড়ে ফেলুন। এতে রোগ ব্যাধি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায়।

৭) বাড়িতে ঢোকার মুখে কোনও ফাঁকা দেওয়াল থাকলে তা ফাঁকা না রেখে সেখানে ছবি লাগান।

৮) বাড়ির যে কোনও সদস্যের মন অত্যন্ত চঞ্চল হলে দিনের কিছু ক্ষণ সময় বাড়ির উত্তর-পূর্ব দিকে বসুন। এই অবস্থায় মনঃসংযোগ করতে পারলে খুবই ভাল।

৯) বাড়ির উত্তর-পূর্ব দিকে এমন ছবি লাগান যেখানে লম্বা পথ দেখা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement