এই যন্ত্রটির সঙ্গে একটি বড় ব্যাটারি থাকে বার থেকে ঋনাত্মক শক্তি নির্গত হয়।এর ফলে আমাদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
১। ঘরের অভ্যন্তরে এই যন্ত্রটিকে না রাখাই ভালো।
২।বাড়িতে বারান্দা থাকলে এটিকে সেখানে রাখা যেতে পারে।
৩।খুব ভালো হয় যদি বাড়ির বাইরে রাখা যায়।
৪। বাড়ি বা ফ্ল্যাটের উত্তর-পশ্চিম অথবা দক্ষিন-পূর্ব অথবা দক্ষিনের কোনে রাখা যেতে পারে।
৫। কোন মতেই বাড়ি বা ফ্ল্যাটের মাঝখানে বা উত্তর, উত্তর-পূর্ব কোনে রাখা যাবে না।
৬।শোয়ার ঘরে তো একদমই নয়।
ইনভাটারটি যেখানেই বসান না কেন তার সামনে বা পাশে বেশি সময় থাকা উচিত নয়।
বিঃ দ্রঃ- বাস্তু শাস্ত্রের কোন জাত নেই। বাস্তু হল স্থাপতের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারন বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন এ শাস্ত্র সকল মানবের কল্যানের জন্যই সৃষ্টি করা হয়েছে।