—প্রতীকী ছবি।
আমরা প্রায় সকলেই জানি যে, রাশিচক্রে যদি বুধ কোনও ভাবে খারাপ অবস্থানে থাকে, তা হলে জ্যোতিষীরা পান্না রত্ন ধারণের পরামর্শ দেন। খাঁটি পান্না ধারণ করলে নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। পান্না দেখতে খুবই সুন্দর। এটি কালচে সবুজ বা ঘোলাটে সবুজ রঙের হয়। পান্না ধারণ করলে জীবনে নানা দিক থেকে উপকারিতা পাওয়া যায়।
দেখে নেওয়া যাক পান্না রত্নের বিশেষ গুণগুলি কী কী?
১) পান্না যে কোনও ব্যবসায় সাফল্য পেতে সাহায্য করে। পান্না ধারণ করলে ব্যবসায় দ্বিগুণ লাভের আশা করা যেতে পারে।
২) যে কোনও কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করে পান্না।
৩) যদি স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হয়, তা হলে পান্না অপরিহার্য।
৪) অনেক সময় দেখা যায় কোনও একটা কাজ করার ইচ্ছা থাকলেও উৎসাহ একেবারেই নেই। সেই অবস্থায় একটি পান্না ধারণ করলে উপকার পাওয়া যায়। ইচ্ছাশক্তিকে দ্বিগুণ করে তুলতে সাহায্য করে এই রত্ন।
৫) গর্ভবতী অবস্থায় পান্না ধারণ করলে উপকার পাওয়া যায়।
৬) উচ্চশিক্ষার ক্ষেত্রে পান্না অত্যন্ত উপকারী একটি রত্ন। উচ্চশিক্ষায় কোনও বাধা এলে তা পান্না ধারণে অনেকটা কেটে যায় বলে মনে করা হয়।
৭) স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর করতে পান্না ধারণ করা যেতে পারে।