কর্মক্ষেত্রে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে।
দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ বার বার করতে গিয়ে ব্যস্ত হতে হবে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপের হেরফের হতে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদ ঘটতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভের আশা করা যায়। ব্যবসা তেমন মনের মতো হবে না। কোনও নতুন কাজ শুরু করা ঠিক হবে না।