শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে গর্ববোধ।
পেটের সমস্যায় ভোগান্তি। হাঁটাচলা খুব সাবধানে করুন। সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। কর্মরতা মহিলাদের উন্নতির যোগ। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে। খরচ বাড়তে পারে। দুপুরের পরে প্রতিভা প্রকাশের বিশেষ সুযোগ পাবেন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হতে পারে।