নিত্য দিনের জীবন যাপনের মধ্যে হয়তো আমরা এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের জীবনকে সমস্যার দিকে ঠেলে দেয়। কারণ আমাদের দৈনন্দিন চলার পথে কিছু ছোটখাটো কাজ আছে যা বাস্তু দোষ সৃষ্টি করতে পারে। তবে অবশ্যই এমনটা নয় যে কোন কাজের জন্য বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে তা সকলের জানা থাকবে। তাই অবশ্যই এগুলো জেনে নিয়ে তাঁর প্রতিকার করা প্রয়োজন।
বাস্তু দোষ কাটানোর বিশেষ কিছু টিপস—
• যখন নিত্য পুজো করা হয় তখন অবশ্যই নিজের মুখ উত্তর বা পূর্ব দিকে করে পুজো করতে হবে।
• বাড়ির ছোটদের ঘর যেন কোনও ভাবেই উত্তর-পশ্চিম দিকে না হয় সে দিকে বিশেষ নজর দিতে হবে। এতে বাচ্চাদের খুব ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
• নজর দিতে হবে যেন ঘরের প্রত্যেকটা দরজা নিখুঁত থাকে অর্থাৎ ভাঙা না হয়। এতে ঘরের লক্ষ্মীদেবী অসন্তুষ্ট হন।
আরও পড়ুন: এই রাশির মহিলারা নিজেদের থেকে কম বয়সের সঙ্গীর প্রতি আকর্ষিত হন
• ঘরের ডাইনিং রুমে উদিয়মান সূর্যের ছবি অবশ্যই লাগাবেন। এতে বাড়ির পরিবেশ পজেটিভ এনার্জিতে ভরে থাকে।
• রাতে ঘুমনোর সময় মাথা কোনও ভাবেই উত্তর দিকে দেওয়া যাবে না। এতে শরীর খারাপ হতে পারে।
• ঘরের পর্দা যেন কখনও অপরিষ্কার না থাকে সে দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
• রাতে শোওয়ার সময় লাল রঙের নাইট ল্যাম্প বর্জন করাই শ্রেয়।
• ঘরের ভেতরে গাছ অবশ্যই রাখতে হবে।
• রান্নাঘরে কোনও ভাঙা জিনিস রাখা যাবে না। এতে প্রচণ্ড বাস্তু দোষ সৃষ্টি হয়।