জীবনে চলার পথে সুখ-সমৃদ্ধিতে থাকতে চায় সকলেই। কিন্তু নিত্য দিন কিছু না কিছু সমস্যা এসেই যায়। বাস্তু সর্বদাই আমাদের জীবনের সঙ্গে জড়িত। যদি সহজ কিছু বাস্তু টিপস মেনে চলা যায়, তা হলে হয়ত জীবনে সুখ-সমৃদ্ধির পথ খুঁজে বের করা সম্ভব হয়।
সহজ কয়েকটি বাস্তু টিপস ঝামেলা থেকে মুক্তি—
০ প্রতিদিন সকালে উঠে নিজে কিছু খাবার খাওয়ার আগে পশু-পাখিদের কিছু খাওয়ান, তবেই নিজে খাবার খান।(রুটি, বিস্কুট, মুড়ি, ভাত যে কোনও কিছু দিতে পারেন)।
আরও পড়ুন:বাড়িতে এই প্রকার মানুষ এলে কখনও খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়
০ খাবার কোনও ভাঙা পাত্রে খেতে নেই। এমনকি ঘরে ভাঙা বাসনপত্র থাকলে প্রচণ্ড বাস্তুদোষ সৃষ্টি হয়, ভাঙা বাসন থাকলে শীঘ্র বাইরে ফেলে দিন।
০ ঘর সাজানোর ক্ষেত্রে যে ফুল আমরা ব্যবহার করি, সেই ফুল শুকনো বা পচা অবস্থায় ঘরে কখনই রাখতে নেই।
০ ঘরের আসবাবপত্র তীক্ষ্ণ কোণ যুক্ত রাখতে নেই, গোলাকার প্রান্ত বিশিষ্ট আকৃতির আসবাবপত্র ব্যবহার করতে হবে।
০ বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখতে হবে, কিন্তু সেই গাছে সকাল-সন্ধ্যা প্রদীপ জ্বালতেই হবে।
০ বসার ঘর সব সময় পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। বসার ঘরে সাধু-সন্ন্যাসী জপ করছেন সেই ছবি রাখুন, এতে সুখ-সমৃদ্ধি দ্বিগুণ বৃদ্ধি পাবে।
০ ঠাকুরের সামনে সরষের তেলের প্রদীপ জ্বালুন এবং সেই প্রদীপের মধ্যে একটা লবঙ্গ রেখে দিন।
০ ঘর ঝাঁট দেওয়া ঝাঁটা কখনো পা দিয়ে সরাতে নেই। এতে গৃহের অমঙ্গল হয়।
০ ঘরে ঈশান কোণে কখনও ইলেকট্রনিক্স জিনিস রাখতে নেই, এতে গৃহে নেতিবাচক শক্তি প্রবেশ করে।
০ বাড়ি তৈরির সময় ঘরে যেন পর পর একই লাইনে তিনটে দরজা না থাকে। এটি অত্যন্ত অশুভ ফল বয়ে আনে।
০ ঘরের সব পাপোষের নিচে এক টুকরো ফটকিরি রাখুন।
০ দরজা-জানলার পর্দা যেন বেশি নোংরা না থাকে। ঘন ঘন পরিষ্কার করুন।