এখনকার যুগে স্বামী-স্ত্রীর ঝগড়া মাঝেমধ্যেই বিচ্ছেদের পর্যায় এসে দাঁড়াচ্ছে। খুব সামান্য কারণেই হয়তো দেখা যাচ্ছে সম্পর্কটা ছাড়াছাড়ির পর্যায় এসে গিয়েছে। দু’জন মানুষ একে অপরের ওপর বিশ্বাস করে সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ছোটখাটো কারণে সেই সম্পর্কে ফাটল ধরে। অনেক খোঁজার পরেও অনেকে এর কোনও কারণ হয়তো বুঝে উঠতে পারেন না। জ্যোতিষমতে এর পেছনে বাস্তু সংক্রান্ত বেশ কিছু কারণ থাকে। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ফাটল তাঁদের বেডরুমের কারণেও হতে পারে। বেডরুম সঠিক ভাবে সাজানো না থাকলে এই ধরনের সমস্যা দেখা দেয়। সহজ কিছু উপায়ের মাধ্যমে ঝগড়ার প্রতিকার করা যেতে পারে।
দেখে নেওয়া যাক প্রতিকারগুলি কী কী—
• ঠাকুর দেবতার প্রতি যতই আকৃষ্ট হন না কেন, , বেডরুমে ঠাকুর বা গুরুজনদের ছবি রাখা যাবে না।
• বিছানা সবসময় উত্তর-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে রাখতে হবে। পূর্ব দিকেও রাখা যেতে পারে। এতে ঘরে পজিটিভ এনার্জি ভরে থাকে।
আরও পড়ুন: নখে যদি সাদা দাগ থাকে তা হলে আঙুল অনুযায়ী তাঁর ফলাফল জেনে নিন
• দম্পতি সবসময় একই বিছানায় শোওয়ার ব্যবস্থা করতে হবে। দুটো গদি এক করে বিছানা বানানো উচিত নয়।
• দম্পতির বিছানার গদির নীচে ময়ূরের একজোড়া পালক রাখা খুব শুভ ফল প্রদান করে।
• বেডরুম থেকে ভাঙা খাট ও ছেঁড়া বিছানার চাদর বর্জন করতে হবে।
• মনে রাখতে হবে, খাটের মুখ যেন দরজার সোজাসুজি না থাকে।
• দম্পতির বিবাহিত জীবনের ছবি বেডরুমে রাখা খুব ভাল বলে মনে করা হয়।
• দম্পতির বেডরুমে জোড়া পায়রা বা জোড়া হংসের ছবি লাগালে খুব শুভ ফল পাওয়া যায়।