Mantra

প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও বার বার অসাফল্য আসছে? করুন এই সব টোটকা

পরিশ্রম না করলে জীবনে সফল হওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তাই সব মানুষই চেষ্টা করেন জীবনে কি ভাবে বড় হওয়া যায় এবং সাফল্য অর্জন করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যথেষ্ট পরিশ্রম করা সত্ত্বেও বার বার অসাফল্য আসে এবং নিরাশ হতে হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ০৬:৩৭
Share:

প্রতীকী চিত্র।

পরিশ্রম না করলে জীবনে সফল হওয়া খুবই কঠিন হয়ে পড়ে। তাই সব মানুষই চেষ্টা করেন জীবনে কি ভাবে বড় হওয়া যায় এবং সাফল্য অর্জন করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যথেষ্ট পরিশ্রম করা সত্ত্বেও বার বার অসাফল্য আসে এবং নিরাশ হতে হয়। নিরাশার হাত থেকে বাঁচতে করুন এই সব টোটকা।

Advertisement

টোটকা

• গণেশের পুজো যে সব ঠাকুরের পুজোর আগে করতে হয় এটা আমরা সকলেই জানি। এ ছাড়া যে কোনও শুভ কাজ বা যে কোনও জায়গায় বেরনোর আগে যদি গণেশ মন্ত্র জপ করা হয় তা হলে সাফল্য আসে খুব দ্রুত। প্রথমে গণেশ মন্ত্র জপ করে চার পা পিছিয়ে তার পর যে কোনও কাজ শুরু করতে হয়।

Advertisement

• হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে নানা বিপত্তির অবসান হয়ে যায়। তাই জীবনে সাফল্য পেতে এই মন্ত্র দিনে অন্তত ২১ বার জপ করতে হবে।

• গায়ত্রী মন্ত্র পাঠ করলেও সমান ফল পাওয়া যায়।

• কালো সুতো মানুষকে নানা বিপদের হাত থেকে রক্ষা করে। কিছুটা কালো সুতো নিয়ে তাতে নিজের বয়সের সমান সংখ্যক গিঁট দিতে হবে এবং তুলসী পাতার রসে ভিজিয়ে বাহুতে বেঁধে নিতে হবে। একটানা ২১ দিন এই কালো সুতো নিজের হাতে রাখলে সব রকম বাধা জীবন থেকে কেটে যাবে।

• জীবনে যদি বার বার অসাফল্য আসে তা হলে হাতে বানানো রুটি কুকুরকে খাওয়ান কোনও শুভ কাজে যাওয়ার আগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement