Astrological Tips

কিছুতেই টাকা জমাতে পারছেন না? লক্ষ্মীপুজোর আগেই জেনে নিন মা-কে তুষ্ট করার কিছু টোটকা

আর কয়েক দিনের মধ্যেই লক্ষ্মীপুজো। তার আগেই এমন কিছু টোটকা জেনে নিন, যাতে অর্থকষ্ট আর ভুগতে না হয়।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৪:৪৩
Share:

—প্রতীকী ছবি।

মা লক্ষ্মী দেবীর কৃপা আমাদের উপর সর্বদা বজায় থাক, এটা কে না চায়। মা লক্ষ্মী দেবী আমাদের উপর প্রসন্ন থাকলে, আমাদের জীবনে কোনও বাধা বিঘ্ন বিশেষ একটা থাকে না। তবে জ্যোতিষশাস্ত্র মতে মা লক্ষ্মী দেবীর পুজোর সময় কিছু টোটকা যদি করা যায়, তা হলে মা লক্ষ্মী দেবী আমাদের উপর দ্বিগুণ প্রসন্ন হন।

Advertisement

টোটকা

১) মা লক্ষ্মী দেবীর চরণে বৃহস্পতিবার এবং শুক্রবার অবশ্যই লাল রঙের ফুল অর্পণ করুন।

Advertisement

২) শুক্রবার দিন মা লক্ষ্মী দেবীকে দুধের তৈরি যে কোনও ভোগ নিবেদন করুন।

৩) অর্থকে নিজের কাছে ধরে রাখতে, মঙ্গলবার দিন দুধ দিয়ে সুজি রান্না করে মা লক্ষ্মী দেবীকে নিবেদন করুন।

৪) অর্থের স্থিতির জন্য প্রতিদিন যে কোনও মন্দিরে যান এবং তিনটে কলা প্রদান করুন।

৫) এ ছাড়া মন্দিরে সূর্যমুখী ফুল অর্পণ করলে, অর্থের যোগান বৃদ্ধি পায়।

৬) বাড়ির ঠাকুরের স্থানে মা লক্ষ্মী দেবীর সামনে ছোট এক ঘটি মধু রেখে দিন।

৭) যদি সম্ভব হয় তা হলে, আটটা রুটিতে সামান্য গুড় মাখিয়ে প্রতি মঙ্গলবার পাখিদের খাইয়ে দিন।

৮) ৪০০ গ্রাম ছোলার ডাল নিয়ে, বৃহস্পতিবার করে প্রবাহিত জলে ভাসিয়ে দিন, এই ক্রিয়া পর পর ৪৩দিন করতে হবে।

৯) জন্মছকে বৃহস্পতি গ্রহকে সবল করতে, বাড়ির প্রত্যেকটা সদস্য সমান ভাবে কিছু অর্থ একত্রিত করে কোনও পুরোহিতকে দান করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement