প্রতীকী চিত্র।
হলুদ আমাদের নানা উপকারে লাগে। কেবলমাত্র রান্নার কাজে হলুদ ব্যবহার করা হয় তা নয়, যে কোনও আচার অনুষ্ঠানেও হলুদের ব্যবহার অপরিহার্য। এ ছাড়া হলুদ আমাদের ভেস্তে যাওয়া কাজকে ঠিক করতেও সাহায্য করে। জ্যোতিষ শাস্ত্রমতে সন্তান থেকে শুরু করে বিয়ে এবং রোগ থেকে মুক্তি পর্যন্ত দিতে পারে ছোট একটা হলুদের টোটকা।
টোটকা
• খুব দ্রুত বিয়ের জন্য বৃহস্পতিবার ঘরের লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি বা ছবির পিছন দিকে হলুদ রঙের কাগজে কিছুটা হলুদ মুড়িয়ে রেখে দিন। এতে দ্রুত বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
• বিয়েতে বাধা এলে নিয়মিত কপালে হলুদের তিলক লাগান।
• স্বামীর পরিপূর্ণ ভালবাসা পেতে হলুদের ছোট ছোট টুকরো দিয়ে মালা করে ‘ওম রত্যৈ কামদেবায় নমঃ’ ১০৮ বার জপ করতে হবে।
• স্বামীর মন জয় করতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় বেসন ও হলুদের তৈরি খাবার খান।
• বিয়েতে বার বার বাধা এলে নিয়মিত গণেশের চরণে হলুদ অর্পণ করুন। এতে বিয়েতে বাধা খুব দ্রুত কেটে যায়।
• মনের মতো স্বামী বা স্ত্রী পেতে চাইলে সূর্যদেবকে হলুদ এবং গুড় অর্পণ করুন।
• বিয়ের পর সুখ ধরে রাখার জন্য বিয়ের আগে পাঁচটা বা সাতটা হলুদ জিনিস হলুদ রঙের কাপড়ে মুড়ে ইষ্টদেবতার কাছে রেখে দিতে হবে যত দিন না বিয়ে হচ্ছে। বিয়ে হয়ে যাওয়ার পর জিনিসগুলো প্রবহমান জলে ভাসিয়ে দিতে হবে।