Snana Yatra

Snana Yatra 2022: স্নানযাত্রার দিন এই বিশেষ টোটকা বছরভর সৌভাগ্য বজায় রাখবে

মঙ্গলবার ১৪ জুন পালিত হবে স্নানযাত্রা। স্নানযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিন যে কোনও শুভ কাজ করলে খুব ভাল ফল লাভ করা যায়। এই উৎসব দেশের নানা জায়গায় পালন করা হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ জুন ২০২২ ০৮:২৩
Share:

ফাইল চিত্র।

মঙ্গলবার ১৪ জুন পালিত হবে স্নানযাত্রা। স্নানযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিন যে কোনও শুভ কাজ করলে খুব ভাল ফল লাভ করা যায়। এই উৎসব দেশের নানা জায়গায় পালন করা হয়। স্নানযাত্রার দিন যদি কিছু উপায় করা হয় তা হলে সৌভাগ্যকে বজায় রাখা যায় সারা বছর।

Advertisement

দেখে নেব উপায়গুলো কী কী—

• এই দিন অবশ্যই গঙ্গায় স্নান করুন। যদি সম্ভব হয় তা হলে নতুন বস্ত্র পরে গঙ্গাস্নান করুন। তার পর ভেজা বস্ত্রে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে জল ঢেলে স্নান করান।

Advertisement

• জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহে গঙ্গাজল, জাফরান, চন্দন, ঘি এবং কাঁচা দুধ একত্রে মিশিয়ে স্নান করান।

• স্নান করানোর পর এই তিন দেবদেবীর বিগ্রহে হলুদ বর্ণের কাপড় অর্পণ করুন।

• এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সামনে হলুদ বা সাদা রঙের মিষ্টি অর্পণ করুন।

• এই দিন তিন দেবদেবীকে তুলসী পাতা এবং গোলাপ ফুলের মালা নিজে হাতে তৈরি করে পরান।

• পরিবারের সকলের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এই দিন পরিবারের সকলে একসঙ্গে এই পুজো করুন।

• এই দিন সাধ্য মতো কিছু জগন্নাথ মন্দিরে বা পাঁচ বছরের কম বয়সি শিশুদের দান করুন।

• এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন।

• এই দিনে বাড়ি থেকে কোনও জিনিস বা টাকা কাউকে ধার দেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement