প্রতীকী চিত্র।
শ্রাবণ মাস মহাদেবের মাস। মনে করা হয় শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যদি মহাদেবের উপবাস করা যায়, তা হলে অত্যন্ত ভাল ফল পাওয়া যায়। এই মাসে উপবাস করলে শরীরও খুব ভাল থাকে। যাঁরা দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছেন, তাঁরা শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে দারুণ ফল পাবেন। যদি প্রত্যেক সোমবার উপবাস করা সম্ভব না হয় তা হলে প্রথম এবং শেষ সোমবার উপবাস করলেও হবে। এই দিন মহাদেবকে সন্তুষ্ট রাখতে উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা রয়েছে যেগুলো পালন করলে মহাদেবের বিশেষ কৃপা পাওয়া যাবে।
দেখে নেব টোটকাগুলো কী কী—
১) এই দিন মহাদেবকে বেলপাতা, ধুতরো ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, ঘি, মধু এবং সাদা চন্দন অর্পণ করুন।
২) মহাদেবকে বেদানার রস দিয়ে অভিষেক করালে বিশেষ ফল পাওয়া যায়।
৩) এই দিন বাড়িতে আসা কোনও মানুষকে যেন কোনও ভাবেই অপমানিত না করা হয়।
৪) শ্রাবণ মাসের সোমবার রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
৫) জন্মছকে খারাপ গ্রহদশা থাকলে শ্রাবণ মাসের প্রত্যেক দিন, দিনের যে কোনও সময়ে ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে খুবই উপকার পাওয়া যায়।
৬) এই দিন পুজো করার সময় কর্পুরের আরতি করুন এবং গমের আটার তৈরি ভোগ নিবেদন করুন।
শ্রাবণ মাসের সোমবারে কী খেতে নেই—
যদি সম্ভব হয় শ্রাবণ মাসের সোমবারে মূলো, বেগুন, আদা এবং পেঁয়াজ-রসুন খাবেন না। এবং অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে।