ফাইল চিত্র।
হাতে শঙ্খ-চক্র-বান এবং ধনুক নিয়ে সিংহ বাহনে মা আবির্ভুতা হন মর্তে। মা তাঁর কৃপার হস্তে সন্তানদের আগলে রাখে। জগদ্ধাত্রী পুজো চলাকালীন এমন কিছু টোটকা রয়েছে যা সঠিক নিয়মে করতে পারলে জীবনের নানা দিকে শুভ ফল পাওয়া যাবে।
টোটকা
• জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন কোনও জগদ্ধাত্রী মন্দিরে গিয়ে যথাসাধ্য দিয়ে পুজো দিয়ে আসুন। যদি সম্ভব হয় একটা নতুন বস্ত্র মাকে অর্পণ করুন।
• জগদ্ধাত্রী পুজোর অষ্টমী এবং নবমী তিথিতে বাড়িতে একটা শঙ্খ কিনুন এবং সেই শঙ্খটি মায়ের কাছে পুজো করিয়ে বাড়ির নিত্য পুজোর স্থানে রেখে দিন।
• জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন একটা সিঁদুরের কৌটো কিনে পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে মায়ের চরণে কিছুটা সিঁদুর অর্পণ করে বাকি সিঁদুর বাড়িতে রেখে দিন। বাড়ির সদস্যদের ওপর যদি কোনও সমস্যা আসে সেই সিঁদুরের তিলক লাগান। এতে সমস্যার সমাধান হবে।
• জগদ্ধাত্রী পুজোর সময় ১৪ বছরের নীচে কোনও কিশোরীকে তাঁর ইচ্ছা মতো উপহার দিন এবং তাকে আহার করান।
• এই তিথি চলাকালীন যদি বাড়িতে কোনও গরিব মানুষ আসেন, তা হলে কোনও ভাবেই তাঁকে ফিরিয়ে দেবেন না। যা আপনার সাধ্যের মধ্যে রয়েছে তা-ই দান করুন।
• জগদ্ধাত্রী পুজোর দু’দিন অর্থাৎ অষ্টমী এবং নবমীর দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন।
• এই পুজোর তিথি চলাকালীন কোনও সধবা মহিলাকে একটা লাল বস্ত্র এবং আলতা সিঁদুর দান করুন।