স্বামী কি কথায় কথায় রাগ করে? শাস্ত্র মতে কয়েকটি বাস্তু টিপস

প্রেমে একটু ঝগড়া, একটু ভাব, এটা না থাকলে প্রেমটা ঠিক জমে না। তবে ঝগড়া যেন অতিমাত্রায় না হয় বা ঝগড়ার ফলে যেন কোনও ভাবেই কেউ আঘাত না পায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ মে ২০২০ ০০:০৪
Share:

প্রেমে একটু ঝগড়া, একটু ভাব, এটা না থাকলে প্রেমটা ঠিক জমে না। তবে ঝগড়া যেন অতিমাত্রায় না হয় বা ঝগড়ার ফলে যেন কোনও ভাবেই কেউ আঘাত না পায়। অর্থাৎ, ঝগড়া যতক্ষণ দুষ্টু-মিষ্টি অবস্থায় থাকে ততক্ষণই মঙ্গল। অনেক সময় দেখা যায় স্বামী-স্ত্রীর ঝগড়া এত বড় আকার ধারণ করে যে তাঁদের মধ্যে দূরত্বের পরিমাণ বেড়ে যায় প্রচুর।

Advertisement

শাস্ত্র মতে রাগী স্বামীকে শান্ত করতে কিছু বাস্তু টিপস—

১) খেয়াল রাখতে হবে ঘুমনোর সময় স্বামীর মাথা যেন কোনও ভাবেই দক্ষিণ দিকে না থাকে, এতে স্বামীর রাগের পরিমাণ অতি মাত্রায় বাড়তে থাকে। ফলে পারিবারিক সুখ-শান্তি নষ্ট হয়ে যায়।

Advertisement

২) শাস্ত্র মতে শোবার ঘরের দক্ষিণ বা পশ্চিম কোণে একটি ময়ূরের পালক রাখুন। এতে ঘরের পরিবেশ অত্যন্ত শান্ত থাকে, ফলে সকলের মন থাকে শান্ত। বাড়ির সকলে ভাল থাকে।

আরও পড়ুন: পায়ের আকৃতির রকমভেদে মানুষের জীবনের ভাল মন্দ

৩) বিছানা যেন কোনও ভাবেই অগ্নিকোণে না থাকে বা স্বামী-স্ত্রীর সময় কাটানোর জায়গা যেন অগ্নিকোণে না হয়, এর ফলে স্বামীর রাগ দিন দিন বাড়তে দেখা যায়।

৪) বিছানার চাদর সব সময় হালকা রঙের ব্যবহার করতে হবে। ঘন রঙের বিছানার চাদর ব্যবহার করলে রাগ একটু হলেও বেশি হয়।

৫) শোবার ঘরে এমন কিছু ছবি রয়েছে যা কখনওরাখতে নেই। যেমন হিংস্র কোনও ছবি, পাখি উড়ে যাচ্ছে, অবসাদগ্রস্ত মানুষের ছবি বা ঐতিহাসিক যুদ্ধের ছবি প্রভৃতি। যে ছবিতে সুখ-শান্তি বিরাজ করে সেরকম ছবি রাখতে হবে।

৬) নিজেও যতটা সম্ভব হালকা রঙের পোশাক পরতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement