সমস্যা জর্জরিত জীবন? এই নিয়মগুলো পালন করলে কেটে যাবে অনেকটাই

জীবনে যেমন শান্তি আছে ঠিক তেমন অশান্তিও আছে। আলো থাকলে অন্ধকার তো থাকবেই। আমাদের নিয়মিত জীবন একই ভাবে কাটে না। জীবনে চলার পথে কিছু না কিছু সমস্যা এসেই যায়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০০:০৪
Share:

জীবনে যেমন শান্তি আছে ঠিক তেমন অশান্তিও আছে। আলো থাকলে অন্ধকার তো থাকবেই। আমাদের নিয়মিত জীবন একই ভাবে কাটে না। জীবনে চলার পথে কিছু না কিছু সমস্যা এসেই যায়। তবে অনেক সময় দেখা যায় সমস্যা বৃদ্ধি পাচ্ছে অত্যধিক। এর পিছনে থাকে আমাদের ছোট কিছু ভুল যা আমরা নিজেদের অজান্তেই করে ফেলি। কিছু নিয়ম রয়েছে যা সঠিক ভাবে পালন করলে জীবন থেকে সমস্যা অনেকটাই কমে যাবে।

Advertisement

নিয়মগুলো কী কী—

• পুজো শেষ হওয়ার পর পুরুষরা কখনও ধূপ বা প্রদীপ নেভাবেন না। এতে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

• জীবনে শত্রু প্রচুর বৃদ্ধি পাচ্ছে? তা হলে হলুদ ও ধুতুরার রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি দিয়ে একটি কাগজে শত্রুর নাম লিখুন ১০৮ বার। তার পর সেই কাগজটি বেশ কিছুটা গর্ত খুঁড়ে পুঁতে দিন। এতে শত্রু নাশ হবেই।

• মেয়েরা কখনও চাল কুমড়ো ছেদন করবেন না।

• জীবনে অর্থ সমস্যা আসছে? তা হলে কিছুটা ইঁদুরের তোলা মাটি জোগাড় করে তা বাড়ির ঈশান কোণে পুঁতে দিন। এতে আর্থিক উন্নতি আসবে।

আরও পড়ুন: সমস্যায় পড়লে এই রাশির জাতকদের ওপর ভরসা করতে পারেন

• কারও সঙ্গে দুর্ব্যবহার করতে নেই। এতে নিজেদেরই জীবনে খারাপ সময় আসে।

• নিজের মানুষরা শত্রুতা করার চেষ্টা করছে? তা হলে যে কোনও মঙ্গলবার ৯টি ছোট কাঁচা হলুদের টুকরো একটি কাপড়ে বেঁধে কোমরে বেঁধে নিন।

• সকালে ঘুম থেকে উঠেই দুই হাতের রেখার দিকে তাকালে বিপদ অনেক কমে যায় এবং সারা দিন খুব ভাল যায়।

• কাউকে বাঁ হাতে টাকা দেওয়া এবং নেওয়া একেবারেই উচিত নয়। এতে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement