রথযাত্রা বিশেষ একটি পূণ্য তিথি, যে তিথির মাধ্যমে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নগর ভ্রমণ করেন। তাই এই তিথিটিকে বিশেষ শুভ হিসেবে মানা হয়। রথ হল জয়ের প্রতীক। রথযাত্রার দিন কিছু সহজ টোটকার মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করে নিন।
১) রথের দিন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী ও গোলাপের মালা দিন এবং তাঁর সঙ্গে একটি গোটা ফল রাখুন। তবে মালা নিজে হাতের তৈরি হলে বেশি তাড়াতাড়ি ফল পাওয়া যাবে।
২) এই দিন যে কোনও শুভ কাজ করুন, যেমন ভিত পুজো থেকে শুরু করে গৃহ প্রবেশ বা কোনও নতুন দোকান কিংবা নতুন অফিস উদ্বোধন।
৩) এই দিন গঙ্গাস্নান অবশ্যই করুন বিশেষ পূণ্যলাভ করা যায়।
৪) রথের দিন দান ধ্যান করলে বিশেষ শুভ ফল পাওয়া যায়।
আরও পড়ুন: বিয়ে করা কখন উচিত, কখন নয়
৫) রথের দিন চেষ্টা করুন অন্তত একবার রথের দড়ি টানার, টানতে না পারলে অন্তত স্পর্শ করুন।
৬) রথের দিন বাড়ির আশেপাশে যে কোনও প্রবাহিত জলাশয়ে স্নান করুন এবং শুদ্ধ বস্ত্র পরুন। তারপর যে কোনও এক রকমের ১৫টি ফল নিন এবং ১৫টি ফল তিন জায়গায় ভাগ করে নিন পাঁচটা করে। তারপর বাড়ির পাশে যেখানে শিব বা বিষ্ণু মন্দির রয়েছে, সেখানে গিয়ে পর পর তিনটে মন্দিরে যেতে হবে। তবে যে দেবতার মন্দিরে যাবেন, পর পর তিনবার সেই দেবতার মন্দিরেই যেতে হবে। যাওয়ার পর এক একটি মন্দিরে চারটি ফল দান করুন এবং মনের কামনা জানান ও একটি ফল সঙ্গে রাখুন। এই ভাবে তিনটে মন্দিরের পর আপনার কাছে তিনটে গোটা ফল থেকে যাবে। এর পর যেটা করবেন সেটা হল, বিকেলে যখন রথ আসবে বা রথ যেখানে দাঁড়িয়ে থাকবে, সেখানে গিয়ে তিনটি গোটা ফলের মধ্যে দু’টি ফল রথের ওপরে দান করে দিন ও একটি গোটা যে ফল রয়েছে তা সঙ্গে রাখুন, এবং রথ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে সামান্য কিছুটা ধুলো সংগ্রহ করে নিন এবং বাড়িতে চলে আসুন। বাড়ি এসে ধূলোটা বাড়ির ঈশান কোণে ছড়িয়ে দিন এবং গোটা ফলটা সকলে মিলে খেয়ে নিন। যে কোনও বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন।