কিছু টিপস পালন করুন, সৌভাগ্য আপনাকে ছেড়ে যাবে না

বহু মানুষ নিরন্তর চেষ্টা করে যান নিজেদের ভাগ্য বদলানোর। অর্থাৎ যে সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় তিনি জন্মেছিলেন, সেই পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আনতে চান সবাই। কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছেন না।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫
Share:

বহু মানুষ নিরন্তর চেষ্টা করে যান নিজেদের ভাগ্য বদলানোর। অর্থাৎ যে সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় তিনি জন্মেছিলেন, সেই পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আনতে চান সবাই। কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছেন না।

Advertisement

কয়েকটি টিপস জেনে নিন, যেগুলো পালন করলে সৌভাগ্য আপনাকে ছেড়ে যাবে না:

১। খেতে বসে পা দোলাবেন না।

Advertisement

২। চলাফেরার সময় জুতোর আওয়াজ যেন বেশি না হয়।

৩। অনেক মহিলারা কথায় কথায় চোখের জল ফেলেন। এই অভ্যাস দ্রুত পরিত্যাগ করুন।

আরও পড়ুন: রাশি অনুযায়ী শরীর‌-‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌স্বাস্থ্যের জন্য রুদ্রাক্ষ ধারণ করুন

৪। গুপ্তকথা বলবেন না। কোনও কাজ হওয়ার আগে অনেকে তা আত্মীয়-বন্ধুদের বলে ফেলেন। এর ফলে কাজে অহেতুক বাধা আসে। কোনও সময় কাজটি পণ্ডও হয়ে যায়।

৫। গ্রামাঞ্চলে অনেক মানুষ গামছা পরে খেতে বসেন। এই অভ্যাস পরিত্যাগ না করলে দারিদ্র দূর হয় না।

৬। নিজের ছায়া দেখবেন না। এতে শরীর অসুস্থ হয়।

৭। কাটা বা জোড়া কাপড় কখনও পরবেন না।

৮। বাড়িতে যদি পায়রা বাসা করে, ভাববেন আপনার সুদিন আসন্ন। কখনও পায়রার বাসা ভাঙবেন না।

৯। ঠাকুরঘরে মা লক্ষ্মীর মূর্তির সামনে ক্রিস্টাল প্যাঁচা রাখুন, সৌভাগ্য বৃদ্ধি পাবে।

১০। স্বামী বা পুত্রকে দিয়ে নিয়মিত ভাবে বাড়ির মূল চৌকাঠে দক্ষিণাবর্ত শঙ্খের জল দেওয়ান। সৌভাগ্য স্থায়ী হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement